• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    আর্সেনাল ক্যারিয়ার শেষ রামসের

    আর্সেনাল ক্যারিয়ার শেষ রামসের    

    নাপোলির বিপক্ষে ইউরোপা লিগের দ্বিতীয় লেগে ৩৪ মিনিটে হ্যামস্ট্রিং এ চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন অ্যারন রামসে। মৌসুমটা তখনই শেষ ধরা হয়েছিল তার। কিন্তু ২৮ মে ইউরোপা লিগের ফাইনালের আগে সেরে ওঠার একটা সম্ভাবনা ছিল। আর্সেনাল যদি ফাইনালে ওঠে তাহলে সেই ম্যাচে খেলার একটা ক্ষীণ সম্ভাবনা ছিল রামসের। কিন্তু সেটাও আর হলো না। ইনজুরি থেকে সেরে উঠতে আরও লম্বা সময় দরকার ওয়েলশম্যানের।


     

     

    রামসের আর্সেনাল ক্যারিয়ার তাই এখানেই শেষ হয়ে গেল। পরের মৌসুমে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দিচ্ছেন তিনি। সেপ্টেম্বরে আর্সেনালের সঙ্গে তার নতুন চুক্তির কথা হয়েছিল। কিন্তু আর্সেনাল শেষ পর্যন্ত আর তাকে দলে না রাখার সিদ্ধান্ত নেয়। পরে জুভেন্টাসে নাম লেখার ২৮ বছর বয়সী মিডফিল্ডার। আর্সেনালের জার্সিতে তাই ইতালির মাঠের ওই ম্যাচটাই শেষ হয়ে থাকল তার। 

     

     

    ২০০৮ সালে কার্ডিফ সিটি থেকে ৪.৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে আর্সেনালের যোগ দিয়েছিলেন রামসে। এই মৌসুমে ৪০ ম্যাচে করেছেন ৬ গোল। কোয়ার্টার ফাইনালে নাপোলির বিপক্ষেও প্রথম লেগে গোল করেছিলেন তিনি। আর্সেনালের এই দলের সবচেয়ে পুরনো খেলোয়াড়ও রামসে। প্রায় এক যুগে খেলেছেন ৩৬৯ ম্যাচ, গোল করেছেন ৬৪টি। ২০১৪, ২০১৭ এফএ কাপ ফাইনালে আর্সেনালের জয়সূচক গোলও করেছিলেন রামসে। ২০১৫ সালেও জিতেছিলেন এফএ কাপ।