• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    তিন গোলের লিডেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন না মেসি-ভালভার্দে

    তিন গোলের লিডেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন না মেসি-ভালভার্দে    

    প্রথম লেগে ৩-০ গোলে জিতে স্বস্তিতে থাকাটাই স্বাভাবিক। তবে গতবার রোমার মাঠে যা হয়েছে, সেই দুঃস্বপ্নটা হয়ত এখনো পিছু ছাড়েনি বার্সেলোনার। ন্যু ক্যাম্পে ৪-১ গোলে জিতেও শেষ পর্যন্ত রোমার মাঠে হেরে বাদ পড়তে হয়েছিল বার্সাকে। গতকাল সেমিফাইনালের প্রথম লেগে লিওনেল মেসির জোড়া গোলে লিভারপুলকে ৩-০ ব্যবধানে হারিয়েও তাই তৃপ্তির ঢেকুর তুলতে চাইছে না কাতালানরা। মেসি ও এরনেস্তো ভালভার্দে বলছেন, লিভারপুলের মাঠে না জেতা পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলবেন না তাঁরা।

    লুইস সুয়ারেজ এগিয়ে দিয়েছিলেন বার্সাকে। এরপর মেসির সহজ এক গোলে লিড দ্বিগুণ করে বার্সা। তবে এরপরই অবিশ্বাস্য এক ফ্রি কিক থেকে গোল করেন মেসি, বার্সা এগিয়ে যায় ৩-০তে। ৯৩ মিনিটে উসমান ডেম্বেলে সহজ সুযোগ নষ্ট না করলে ৪-০ গোলের জয়েই মাঠ ছাড়তে পারত বার্সা।

    ৩-০ গোলে এগিয়ে থেকেও ফাইনালের নিশ্চয়তা দিতে নারাজ মেসি, ‘এখনই ফাইনালে কে যাবে সেটা ঠিক হয়ে যায়নি। দ্বিতীয় লেগে লিভারপুলের মাঠে খেলতে হবে, সেখানে আমরা চাপে থাকবো। ম্যাচের শেষ সুযোগটা খুবই সহজ ছিল। ডেম্বেলে গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে থাকতাম, সেটা আরও ভালো হতো। তবে ম্যাচের ফলাফলে আমরা সবাই খুব খুশি।’

     

     

    ভালভার্দেও মেসির সাথে একমত, ‘প্রথম লেগে আমরা জিতলেও দ্বিতীয় লেগে পরিস্থিতি বদলেও যেতে পারে। ম্যাচে এরকম অনেক মুহূর্ত ছিল যেখানে লিভারপুল তাদের সেরা খেলাটা খেলেছে। ম্যাচের ফলাফলে আমরা খুশি। তবে গতবারও তিন গোলের লিড নিয়ে আমরা বাদ পড়েছি। তাই এখনই স্বস্তিতে থাকার কোন কারণ নেই।’

    দ্বিতীয় লেগে রোমার মতো অবিশ্বাস্য কিছু যেন না করে লিভারপুল, বার্সা সমর্থকরা নিশ্চয়ই এই প্রার্থনাই করছেন।