পিএসজিতে যাচ্ছেন ডি গিয়া?
ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি বাকি আছে আর এক বছর। ইউনাইটেডে ডেভিড ডি গিয়ার সময়টা হয়ত আরও আগেই শেষ হয়ে যেতে পারে। গুঞ্জন উঠেছে, যদি মৌসুম শেষে জিয়ানলুইজি বুফন পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নেন, তাহলে ডি গিয়াকেই বড় অংকের ট্রান্সফার ফি দিয়ে কিনবে ফ্রেঞ্চ ক্লাবটি।
গত মৌসুমে জুভেন্টাস ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন বুফন। ৪১ বছর বয়সী বুফনের লক্ষ্য ছিল একটাই, পরম আরাধ্য চ্যাম্পিয়নস লিগটা ছুঁয়ে দেখা। শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে দ্বিতীয় রাউন্ডে হেরেই সেটা হয়নি। অনেকেই ধারণা করছেন, এই মৌসুম শেষেই ফুটবলকে বিদায় বলবেন বুফন।
আর বুফনের বিদায়ে পিএসজির দরকার হবে নতুন গোলরক্ষক। তার শূন্যস্থান পূরণ করতে ডি গিয়ার দিকেই নজর থাকবে ক্লাবটির। ব্রিটিশ সংবাদমাধ্যমের মতে, প্রতি সপ্তাহে প্রায় চার কোটি টাকা বেতনে ডি গিয়াকে দলে ভেড়াতে চায় পিএসজি। বর্তমানে ইউনাইটেডে এর অর্ধেক পান তিনি। পিএসজি টাকার অংকটা আরও এক কোটি বাড়াতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
ইউনাইটেডের হয়ে সময়টাও ভালো কাটছে না ডি গিয়ার। আগের ম্যাচে চেলসির সাথে ১-১ গোলে ড্র করেছিল তার দল। এর আগে ম্যানচেস্টার সিটির কাছে দুটি, এভারটনের কাছে চারটি, বার্সেলোনার কাছে তিনটি গোল হজম করতে হয়েছে ডি গিয়াকে। ইউনাইটেড কর্তৃপক্ষের সাথে তার সম্পর্কটাও নাকি ভালো যাচ্ছে না।
শেষ পর্যন্ত ডি গিয়া ইউনাইটেড ছেড়ে পিএসজিতে যান কিনা, সেটা জানা যাবে মৌসুম শেষেই।