নতুন ফুটবলার কিনতে ৫০০ মিলিয়ন ইউরো নিয়ে নামছে রিয়াল!
এই মৌসুমটা ট্রফিশূন্যই থাকতে হচ্ছে তাদের। জিনেদিন জিদান এরই মাঝে পরের মৌসুমের প্রস্তুতি নিয়েও কথা বলেছেন। আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের লক্ষ্য বেশ কয়েকজন নতুন ফুটবলারকে দলে ভেড়ানো। তবে সবাইকে যদি রিয়াল কিনতে যায়, তাহলে তাদের খরচ হবে ৫০০ মিলিয়ন ইউরোর চেয়েও বেশি!
পল পগবা, এডেন হ্যাজার্ড, ক্রিশ্চিয়ান এরিকসেন, ট্যাংগাই নমবেলে ও লুকা জোভিচ; সবাইকে দলে চাইছে রিয়াল। পগবার রিয়ালে আসার গুঞ্জনটা প্রতিনিয়তই জোরালো হচ্ছে। তার জন্য ১৫০ মিলিয়ন ইউরো চাইতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। হ্যাজার্ডের সাথে চেলসির চুক্তি শেষ হবে ২০২০ সালে, তবে চুক্তি শেষ হওয়ার আগেই ক্লাব ছাড়তে পারেন তিনি। হ্যাজার্ডের জন্য চেলসি দাম হাঁকাতে পারে ১১২ মিলিয়ন ইউরো।
এরিকসেনের সাথেও টটেনহামের চুক্তি বাকি আছে এক বছর। তবুও তাকে কেনার চেষ্টায় থাকবে রিয়াল। এরিকসেনের দাম ধরা হতে পারে ১০০ মিলিয়ন। ২২ বছর বয়সী নমবেলের জন্য লিঁও দাম হাঁকাতে পারে প্রায় ৮০ মিলিয়ন। এদিকে ফ্র্যাঙ্কফুট থেকে জোভিচকে ৬০ মিলিয়নে প্রায় কিনেই ফেলেছে রিয়াল।
যদি এই পাঁচজনকে ছাড়া রিয়াল এডের মিলিতাওকেও কিনতে চায়, তাহলে তাদের খরচ করতে হবে আরও ৫০ মিলিয়ন। সব মিলিয়ে প্রায় ৫৪০ মিলিয়নের মতো খরচ হতে পারে রিয়ালের। গত পাঁচ বছরে রিয়ালে কিনেছে ২৩ জন নতুন ফুটবলার, সব মিলিয়ে তাদের খরচ হয়েছিল ৪৫৩ মিলিয়ন।
এদিকে নতুন স্টেডিয়াম তৈরি জন্যও ৫৭৫ মিলিয়ন ধার নিতে হয়েছে রিয়ালকে। যদিও গ্যারেথ বেল, হামেস রদ্রিগেজ, মাতেও কোভাসিচকে বিক্রি করে ভালো অংকের টাকা পাবে রিয়াল। ক্লাবের অ্যাকাউন্টে বাড়তি ১৫০ মিলিয়নও মজুদ আছে। একই সাথে অ্যাডিডাসের কল্যাণে প্রতি বছর ১০০ মিলিয়ন ইউরো পাওয়ার কথা রিয়ালের। তবে এসব কিছু মিলিয়েও শেষ পর্যন্ত কত টাকা খরচ করতে পারে রিয়াল, সেটা সময়ই বলে দেবে।