• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    বার্সার বিপক্ষে অনিশ্চিত সালাহ

    বার্সার বিপক্ষে অনিশ্চিত সালাহ    

    প্রথমার্ধে লিভারপুলকে এগিয়ে দিয়েছিলেন তিনিই। নিউক্যাসেলের বিপক্ষে খেলার প্রায় ২০ মিনিট বাকি থাকতেই প্রতিপক্ষের গোলরক্ষকের সাথে বাজেভাবে ধাক্কা খান মোহামেদ সালাহ। এতেই মাথায় আঘাত পান তিনি, স্ট্রেচারে করেই মাঠ ছাড়তে হয়েছে তাকে। বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে খেলাই এখন অনিশ্চিত তার। লিভারপুল কোচ ইউর্গেন ক্লপ অবশ্য আশাবাদী, অ্যানফিল্ডের পরের লেগের ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন সালাহ।

    ক্যাম্প ন্যুতে বার্সার কাছে ৩-০ গোলে হেরেছিল লিভারপুল। দ্বিতীয় লেগে ম্যাচে ফিরতে তাই সালাহকে একটু বেশিই প্রয়োজন তাদের। নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচে ৭৩ মিনিটেই মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছে সালাহকে। এতেই বার্সার বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে জেগেছে সংশয়।

    ক্লপ অবশ্য আশাবাদী, সালাহ দ্বিতীয় লেগেই ফিরবেন, ‘প্রতিপক্ষ গোলরক্ষকের শরীর তার মাথায় লেগেছিল, এরপরই সে মাটিতে পড়ে গেছে। ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছিলেন মাঠের বাইরে নিয়েই পরীক্ষা করা হবে সালাহকে। সে পরবর্তীতে ড্রেসিংরুমে বসেই খেলা দেখেছে। সে ঠিক আছে, কিন্তু আমাদের আরও অপেক্ষা করতে হবে। আঘাতটা বেশ জোরেই লেগেছে।’

     

     

    এদিকে সালাহর খেলা নিয়ে সংশয় থাকলেও নিশ্চিতভাবেই বার্সার বিপক্ষে দ্বিতীয় লেগ খেলতে পারছেন না ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো। নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচে মাঠেই নামতে পারেননি তিনি। মাংসপেশির ইনজুরির কারণে বার্সার বিপক্ষে খেলবেন না ফিরমিনো, জানিয়েছেন ক্লপ, ‘সে মঙ্গলবারের ম্যাচের জন্য সুস্থ হতে পারবে না। মনে হয় মৌসুমের বাকি সময়টাও সে মাঠে নামতে পারবে না।’

    আগামী ৭ মে অ্যানফিল্ডে রাত ১ টায় মুখোমুখি হবে বার্সা-লিভারপুল।