• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ট্রেবল জয়ের প্রথম ধাপ পার করল আয়াক্স

    ট্রেবল জয়ের প্রথম ধাপ পার করল আয়াক্স    

    চ্যাম্পিয়নস লিগের ফাইনাল থেকে এক ম্যাচ দূরত্বে দাড়িয়ে তাঁরা, আছে ডাচ লিগের শীর্ষেও। আয়াক্সের সামনে এখন ‘ট্রেবল’ জয়ের হাতছানি। সেই মিশনের প্রথম ধাপটা ভালোভাবেই পূরণ করল আয়াক্স। ক্লাস ইয়ান হুন্টেলারের জোড়া গোলে ডাচ কাপের ফাইনালে উইলেমকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েই ১০ বছর পর শিরোপা জিতেছে তাঁরা।

    ২০০৯-১০ মৌসুমের পর কখনোই জেতা হয়নি ডাচ কাপ। সাথে এবার যোগ হয়ছে ট্রেবলের প্রত্যাশা। সব মিলিয়ে ফাইনালটা অন্যরকম গুরুত্ব বহন করছিল আয়াক্সের জন্য। মাঠে অবশ্য সেই 'চাপটা' একদমই বোঝা যায়নি। ৩৮ মিনিটেই আয়াক্সকে এগিয়ে দেন ড্যালে ব্লিন্ড। লাফিয়ে উঠে করা তাঁর দারুণ এক হেড ঠেকাতে পারেননি উইলেম কিপার। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন ৩৫ বছর বয়সী হুন্টেলার।

    দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হুন্টেলার। ৭৬ মিনিটে উইলেমের কফিনে শেষ পেরেক ঠুকে দেন নিসেন ক্রিসটেনসেন। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আয়াক্স।

    শেষবার ২০০৯-১০ মৌসুমে ডাচ কাপ জিতেছিল আয়াক্স। দশ বছর পর আবার কাপ শিরোপা জিতল তাঁরা। এই নিয়ে কাপে তাদের শিরোপা সংখ্যা দাঁড়ালো ১৯, যা ডাচ কাপে রেকর্ড। ডাচ লিগেও পয়েন্ট তালিকার শীর্ষে আছে আয়াক্স। ৮০ পয়েন্ট নিয়ে পিএসভি আইন্দহোভেনের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে তাঁরা, ম্যাচ বাকি আছে আর দুটি। ২০১৪ সালের পর আবার লিগ শিরোপা ঘরে তোলার স্বপ্নটা তাই দিনদিন উজ্জ্বলই হচ্ছে।

     

     

    চ্যাম্পিয়নস লিগের সেমির প্রথম লেগে টটেনহামকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়েছে আয়াক্স। ঘরের মাঠে সেই ফর্মটা ধরে রাখতে পারলে ফাইনালে উঠবে তাঁরা। দ্বিতীয় লেগের আগে এমন কাপ জয় আত্মবিশ্বাসটা আরও বাড়িয়েই দেবে আয়াক্সের। 

    আয়াক্স কি পারবে স্বপ্নের ট্রেবলটা জিততে?