ইউনাইটেড চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্য না: সোলশার
পয়েন্ট তালিকার একদম তলানিতে থাকা হাডার্সফিল্ডের সাথে শুরুতে এগিয়ে গিয়েছিল তাঁরাই। শেষ পর্যন্ত অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেডকে ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। অন্য ম্যাচে ওয়াটফোর্ডকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষ চারে থাকা নিশ্চিত করেছে চেলসি। এতেই আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা শেষ হয়ে গেছে ইউনাইটেডের। ম্যাচের পর ইউনাইটেড কোচ ওলে গানার সোলশার বলছেন, ইউনাইটেড শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্য না।
মৌসুমের শুরু থেকেই ধুঁকছিল ইউনাইটেড। শিরোপা যে জিততে পারবে না ইউনাইটেড, সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল অনেক আগেই। সোলশারের দায়িত্ব নেওয়ার পর প্রাণ ফিরে পায় ক্লাবটি, দেখতে থাকে শীর্ষ চারের স্বপ্নও। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে পয়েন্ট হারিয়ে বারবারই পিছিয়ে গেছে তাঁরা। শেষ চার ম্যাচে ইউনাইটেড পেয়েছে মাত্র দুই পয়েন্ট। এভারটন ও ম্যানচেস্টার সিটির কাছে হারের পর চেলসি ও হাডার্সফিল্ডের সাথে ১-১ গোলে ড্র করেই শেষ হয়ে গেছে তাদের চ্যাম্পিয়নস লিগে খেলার আশা।
সোলশার বলছেন, এই মুহূর্তে ইউরোপা লিগে খেলারই যোগ্য ইউনাইটেড, ‘আমাদের যে মাপের পারফরম্যান্স দেওয়া উচিত ছিল, সেটা দিতে পারিনি। চ্যাম্পিয়নস লিগে না খেলতে পেরে অবশ্যই হতাশ। তবে এই মুহূর্তে ইউরোপা লিগ খেলারই যোগ্য আমরা। মৌসুমজুড়েই নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে দল। এটাই আমাদের প্রাপ্য। শীর্ষ চারে থাকার অনেক সুযোগ আমাদের সামনে এসেছিল, আমরা সেটা নিতে পারিনি।’
শীর্ষ চারে না থাকার দায়টা ফুটবলারদের ওপর চাপাতে চান না সোলশার, ‘ফুটবলাররা আমাকে হতাশ করেনি। আমরা একটা দল, মৌসুম শেষে সবাই আমরা ক্লান্ত। যখন ফলাফল বারবার আপনার বিপক্ষে যায় তখন সেটা মেনে নেওয়া কঠিন। আগামী মৌসুমে অনেক কিছুই বদলাতে হবে।’