বায়ার্নকে বিদায় বলছেন রিবেরি
গুঞ্জনটা শোনা যাচ্ছিল মৌসুমের শুরু থেকেই। ফ্র্যাঙ্ক রিবেরি বায়ার্ন মিউনিখের সাথে চুক্তিটা আর নবায়ন করবেন না, ধারণা করা হচ্ছিল এমনটাই। শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাটাই দিল বায়ার্ন। বায়ার্নের সাথে ১২ বছরের সম্পর্কের সমাপ্তি ঘটিয়ে মৌসুম শেষেই অন্য ক্লাবে চলে যাচ্ছেন রিবেরি।
মার্শেই থেকে ২০০৭ সালে বায়ার্নে এসেছিলেন রিবেরি। এরপর ক্লাবের হয়ে জিতেছে মোট ২১টি ট্রফি। এর মাঝে আছে আটটি বুন্দেসলিগা শিরোপা, আছে চ্যাম্পিয়নস লিগও। এক দশকের বেশি সময় বায়ার্নের হয়ে খেলা রিবেরি নিজেই দিলেন বিদায়ের ঘোষণা, 'বায়ার্নে এসে আমার স্বপ্নপূরণ হয়েছিল। এখানে যা অর্জন করেছি সেটা কখনোই ভুলতে পারব না। বিদায় বলাটা খুব কঠিন। সতীর্থ, সমর্থক সবাইকে খুব বেশি মিস করবো। সবসময় ক্লাবের জন্য ভালো কিছু করতে চেয়েছি, ভবিষ্যতেও ক্লাবের অনেক বেশি অর্জন দেখতে চাই।’
এই মৌসুমেই চুক্তি শেষ হচ্ছে রিবেরির। বিদায়ের আগে শেষবারের মতো বায়ার্নের হয়ে বুন্দেসলিগা জিততে চান তিনি, ‘আমি বায়ার্নের হয়ে ২০ এর বেশি ট্রফি জিতেছি। আশা করি যাওয়ার আগে লিগ ও কাপ শিরোপা জিততে চাই। এটা আমার জন্য দারুণ একটা বিদায় হবে।’
বায়ার্ন চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগ বলছেন, বায়ার্ন রিবেরির কাছে আজীবন ঋণী থাকবে, ‘রিবেরি অবিশ্বাস্য একজন ফুটবলার। বায়ার্ন তাঁর কাছে ঋণী। তিনি ও রোবেন ক্লাবকে অনেক সাফল্য এনে দিয়েছেন। আমরা তাদের বিদায়টা রঙ্গিন করে তুলবো।’
রিবেরির মতো বায়ার্ন ছাড়বেন আরিয়ান রোবেনও। তাদের দুজনের বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজন করা হবে আগামী বছর।