ফিরমিনোর পর বার্সার বিপক্ষে থাকছেন না সালাহও
রবার্তো ফিরমিনো থাকছেন না, সেটা একরকম জানাই ছিল। সংশয় ছিল মো সালাহকে নিয়েও। লিভারপুল সমর্থকদের সেই শংকাই সত্যি হয়েছে, চ্যাম্পিয়নস লিগের বার্সেলোনার বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ফিরমিনোর সঙ্গে থাকছেন না সালাহও।
নিউক্যাসলের সঙ্গে আগের ম্যাচেই সালাহ চোট পেয়েছিলেন মাথায়। ৭৩ মিনিটে সেই চোট নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। ক্লপ অবশ্য তখন বলেছিলেন, সালাহকে পাওয়ার ব্যাপারে আশাবাদী। কিন্তু সেটা আর হয়নি। আগের লেগে ন্যু ক্যাম্পে ৩-০ গোলে হারায় এমনিতেই লিভারপুলের কাজটা ছিল ভীষণ কঠিন। সালাহ-ফিরমিনোকে ছাড়া সেই কাজটা এখন অসম্ভবের কাছাকাছিই।
আঘাতটা মাথায় হওয়াতেই মূলত ভয় ছিল সালাহকে নিয়ে। ক্লপ অবশ্য বলছেন, খেলতে না পারলেও সালাহর আঘাত গুরুতর নয়, ‘সে এমনিতে ঠিক আছে কিন্তু খেলার মতো অবস্থায় নেই। তবে সামনের সপ্তাহে সে খেলার জন্য ফিট থাকবে।’
ইনজুরির সমস্যা আছে বার্সেলোনাতেও। উসমান ডেম্বেলে লিগের শেষ ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেলেন। লিভারপুলের বিপক্ষে বার্সা দলে থাকছেন না তিনিও।