• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    মিরাকলের জন্য প্রার্থনা করবেন লিভারপুলের হেন্ডেরসন

    মিরাকলের জন্য প্রার্থনা করবেন লিভারপুলের হেন্ডেরসন    

    প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির চেয়ে দুই পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে লিভারপুল। কিন্তু ম্যান সিটির চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে তারা। হাতে থাকা ম্যাচটি লেস্টার সিটির বিপক্ষে ইতিহাদে আজ রাতে খেলবে ম্যান সিটি। লেস্টার সিটি ড্র করলে বা জিতে গেলে শিরোপার ভাগ্যটা নিজেদের হাতে চলে যাবে লিভারপুলের। তখন শেষ ম্যাচে অ্যানফিল্ডে উলভসকে হারালেই ২৯ বছর পর লিগ জিতবে অলরেডরা। 

    লেস্টারের বিপক্ষে তাই সিটির ম্যাচের আগে প্রার্থনা করবেন বলে জানাচ্ছেন লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডেরসন, "দলের সবাই ম্যাচটা দেখবে। আর হ্যাঁ, একটা মিরাকলের জন্য তো প্রার্থনা করবই।"

    "লেস্টার ভালো দল। তারা নিজেদের উজাড় করে দেবে, সে ব্যাপারে নিয়ে আমি নিশ্চিত। ব্রেন্ডন রজার্সকে কি আমি মেসেজ পাঠাবো? না। আসলে পাঠাতেও পারি, দেখা যাক।"

    এর আগে লিভারপুল যেবার সবশেষ লিগ জয়ের কাছাকাছি গিয়েছিল, তখন সেই দলের ম্যানেজার ছিলেন রজার্সই। তিনি লেস্টার সিটির দায়িত্ব নেওয়ার আগে তারা অবশ্য ম্যান সিটিকে লিগের প্রথম ম্যাচে হারিয়েও দিয়েছিল। 

    লিগ যে দলই জিতুক, তারা যোগ্য চ্যাম্পিয়ন হবে বলে মনে করেন হেন্ডেরসন। শেষ পর্যন্ত শিরোপা যারাই জিতুক লিভারপুলের পক্ষে এর থেকে বেশি কিছু আর করা সম্ভব ছিল না। তাই লিভারপুলের শিরোপাখরা না কাটলেও আফসোসের কিছু দেখছেন না তিনি। "আমাদের আফসোস করার সুযোগ নেই। এর বেশি কিছু আর করা সম্ভব ছিল না। লিগটা শেষ সপ্তাহ পর্যন্ত যাচ্ছে। অ্যানফিল্ডে নিজেদের কাজ ঠিকঠাক সেরে আমাদেরকে প্রার্থনা করতে হবে মিরাকলের জন্য।" 

     

     

    মৌসুমে লিভারপুলের ম্যাচ বাকি আর দুইটি। বার্সেলোনার আঁকছে গত সপ্তাহে প্রথম লেগে হেরে ডাবল জয়ের স্বপ্নটা ফিকে হয়ে গেছে লিভারপুলের। ৩-০ গোলে হেরে এখন অ্যানফিল্ডে পাহাড় অতিক্রম করতে হবে তাদের, "আমরা তো আর বোকা না। এটা বিরাট একটা কাজ। সবাই জানে বার্সেলোনাই পরের রাউন্ডে উঠছে। অবশ্যই আমরা প্রথম লেগের ফল নিয়ে খুশি না। তবে ওই ম্যাচে আমরা যেরকম খেলেছি সেটা অনুপ্রেরণা যোগাতে পারে। দলের কাছথেকে এর বেশি কিছু প্রত্যাশাও করতে পারতাম না আমি।" 

    "এটা খুবই কঠিন ম্যাচ হবে। আমাদের উচিত সেরাটা দেওয়ার চেষ্টা করা। দুই ম্যাচ জিতে ভালোভাবে মৌসুম শেষ করা দরকার আমাদের। তারপর বাকিটা ছেড়ে দিতে হবে ভাগ্যের ওপর।"