পিএসজিতে যোগ দিতে পারেন পিয়ানিচ?
গত বছরই ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের সাথে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিলেন বসনিয়ান মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ। তুরিনে কাটানো ৩ বছরে জিতেছেন সিরি আ, ইতালিয়ান কাপ; কিন্তু চ্যাম্পিয়নস লিগ এখনও রয়ে গেছে অধরাই। গাজেত্তা দেল্লো স্পোর্ট জানিয়েছে, তাকে দলে নিতে চায় প্যারিস সেইন্ট জার্মেই। দলবদলের গুঞ্জনটা এবার উসকে দিলেন পিয়ানিচ নিজেই। ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা প্রস্তাব দিলে দলবদলের কথা ভেবে দেখতে পারেন তিনি।
ফ্রেঞ্চ সংবাদমাধ্যম ক্যানাল প্লাসে দেওয়া সাক্ষাৎকারে পিএসজির প্রতি তার ভাল লাগার কথা জানিয়েছেন পিয়ানিচ, 'পিএসজি ইউরোপের সেরা আট দলের একটি। অসাধারণ সব ফুটবলার দিয়ে ঠাসা তাদের স্কোয়াড। ফুটবল নিয়ে তাদের পুরো পরিকল্পনাই প্রশংসনীয়। এরকম ক্লাবে যেকোনও ফুটবলারই যেতে চাইবে। চ্যাম্পিয়নস লিগে তারা সাম্প্রতিক সময়ে তেমন ভাল করতে পারেনি, কিন্তু প্রতি মৌসুমেই ইউরোপসেরা হওয়ার অন্যতম দাবিদার থাকবে তারাই। ভবিষ্যতে পিএসজির চ্যাম্পিয়নস লিগ জেতার সম্ভাবনা প্রবল।'
পিএসজির মত এবার চ্যাম্পিয়নস লিগ জেতার অন্যতম দাবিদার ছিল পিয়ানিচের বর্তমান ক্লাব জুভেন্টাসও। ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে নেওয়ার পর প্রায় ২ যুগ পর চ্যাম্পিয়নস লিগ খরা কাটানোই ছিল তুরিনের বুড়িদের অন্যতম লক্ষ্য। কিন্তু এবারের 'সারপ্রাইজ প্যাকেজ' আয়াক্সের কাছে হেরে শেষ আট থেকে বিদায় নিতে হয়েছে তাদের। ইতালিতে ৮ বছর কাটানোর পর এবার নতুন চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন পিয়ানিচ, 'ফুটবলে যেকোনও কিছুই সম্ভব। পিএসজি প্রস্তাব জানালে আর দুই পক্ষ রাজি হলে দলবদলের ব্যাপারে ভেবে দেখতে পারি।'
দলবদল নিয়ে কথা বললেও জুভেন্টাসে সুখেই আছেন পিয়ানিচ, 'জুভেন্টাস আমাকে গত ৩ বছর অনেক দিয়েছে। আমার কোচ, সতীর্থ, এখানকার সমর্থক- সবাই অসাধারণ। প্রতি বছরই আমরা শিরোপা জিতেছি। আগে এই মৌসুম ভালভাবে শেষ করতে চাই। ক্যারিয়ারে আমার পরবর্তী লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ জেতা।'