গার্দিওলা চাননি কম্পানি ওই গোলের শটটা নিক!
লেস্টার সিটির বিপক্ষে জাল খুঁজে পাচ্ছিলেন না ম্যানচেস্টার সিটির কেউই। বক্সের অনেকটা বাইরে থেকে তাঁর নেওয়া শটটাই শেষ পর্যন্ত রক্ষা করল দলকে। ভিনসেন্ট কম্পানির দুর্দান্ত এক শটেই শিরোপা ভাগ্য নিজেদের হাতে রাখল সিটিজেনরা। ম্যাচের পর কম্পানি অবশ্য বলছেন, বক্সের বাইরে থেকে তিনি শট নেবেন, এটা চাননি কোচ পেপ গার্দিওলাসহ দলের কেউই!
শেষবার গোলের দেখা পেয়েছিলেন গত বছরের এপ্রিলে। বক্সের বাইরে থেকে শট অন টার্গেটটা শেষ কবে এসেছিল, সেটা হয়ত কম্পানি নিজেও ভুল গেছেন! ভুলে যাওয়ারই কথা, সেটা এসেছিল ২০১৩ সালের ডিসেম্বরে! ৬৯ মিনিটে ৩০ গজ দূরত্ব থেকে কম্পানির নেওয়া শটটা এবার জাল খুঁজে পেয়েছে, আগের ৩৬ বারের চেষ্টায় যা হয়নি।
কম্পানি বলছেন, বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া শটটা শুরুতে কেউই চাননি, ‘ব্যাপারটা একটু হতাশার ছিল। কারণ কোচসহ সবাই বলছিল শটটা যেন না নেই আমি! আমি একটু বিরক্ত হয়েছিলাম। এরপর আমি ভাবলাম, ক্যারিয়ারের এতো পথ পাড়ি দেওয়ার পর তরুণ ফুটবলাররাও আমাকে বলছে শট না নিতে! তাই ইচ্ছা করেই শটটা নিয়েছি, গোলও হয়েছে! অনুশীলনে এরকম গোল অনেক করেছি। সবসময় অন্যরা বলত শট না নিতে, তাদের বলতাম, একদিন এভাবে গোল করবো। আজকে সেটাই হয়েছে!’
গার্দিওলা নিজেও স্বীকার করেছেন, কম্পানির শট নেওয়াটা শুরুতে তাঁর পছন্দ হয়নি, ‘আমি তো চিৎকার করে বলছিলাম শট না নিতে! তবে শেষ পর্যন্ত এটা ক্লাবের জন্য ভালোই হয়েছে! সে দুর্দান্ত একজন ডিফেন্ডার। দলের প্রয়োজনে সবসময়ি সে এগিয়ে আসে।’
ব্রাইটনের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জিতলেই শিরোপা ঘরে তুলবে সিটি।