• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    বিশ্বকাপে হোল্ডারের ডেপুটি গেইল

    বিশ্বকাপে হোল্ডারের ডেপুটি গেইল    

    ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হয়ত তিনিই। ব্যাট হাতে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি ক্রিস গেইলের ওপর এবার আসছে বাড়তি দায়িত্বও। ইংল্যান্ড বিশ্বকাপে জেসন হোল্ডারের ডেপুটি হিসেবে গেইলকে নির্বাচিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

    ২৮৯ ওয়ানডে খেলে ১০ হাজারের বেশি রান করা করা গেইল ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াডের সবচেয়ে অভিজ্ঞ সদস্য। গত বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রান করেছিলেন গেইল, এটাই ওয়ানডেতে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের মাঝে সেরা।

    শেষবার গেইল দলের অধিনায়কত্ব করেছিলেন ২০১০ সালে। সহকারি অধিনায়কের দায়িত্ব পেয়ে দারুণ খুশি তিনি, ‘ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা সবসময়ই গর্বের ব্যাপার। বিশেষ করে বিশ্বকাপে খেলা তো আরও বিশেষ কিছু। সিনিয়র সদস্য হিসেবে আমার দায়িত্ব অধিনায়ককে সাহায্য করা, দলের বাকিদের ও সাহায্য করা। এটাই হয়ত বিশ্বকাপের সেরা আসর হতে যাচ্ছে। আমরা সমর্থকদের জন্য ভালো কিছু করতে চাই।’

     

     

    আয়ারল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের জন্য অবশ্য ওয়েস্ট ইন্ডিজের সহকারি অধিনায়ক করা হয়েছে শাই হোপকে। ত্রিদেশীয় সিরিজে দায়িত্বটা ভালোভাবেই পালন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হোপ, ‘সহকারি অধিনায়কের দায়িত্ব পালন করাটা সম্মানের ব্যাপার। দলের জন্য আমার যা করা দরকার সেটাই করবো।’ ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশের মুখোমুখি হবে ক্যারিবিয়ানরা। 

    পাকিস্তানের বিপক্ষে ৩১ মে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ মিশন।