প্রিমিয়ার লিগের শেষ দিনে কার কী হিসাব
প্রিমিয়ার লিগের শেষদিনে টিকে আছে কেবল শিরোপার লড়াইটাই। প্রথম দুইটি জায়গা ম্যানচেস্টার সিটি ও লিভারপুল অনেকদিন ধরেই দখল করে রেখেছে। পরের দুইটি জায়গা নিয়ে অবশ্য অনেক লড়াইয়ের পর শেষ সপ্তাহের আগে প্রায় নিশ্চিত হয়ে গেছে। চেলসির শীর্ষ চারে জায়গা নিশ্চিত,মহানাটকীয় কিছু না হলে টটেনহাম হটস্পারেরও পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলা নিশ্চিত। রেলিগেটেড হয়ে যাওয়া তিন দল হাডার্সফিল্ড, ফুলহাম, কার্ডিফ সিটি।
উত্তেজনা নেই ইউরোপা লিগের জায়গা নিয়েও। শেষ ম্যাচে আর্সেনাল হেরে গেলে আর ম্যানচেস্টার ইউনাইটেড জিতে গেলে এক ধাপ উপরে উঠে আসবে ইউনাইটেড। সেক্ষেত্রে আর্সেনালকে খেলতে হতে পারে ইউরোপার বাছাইপর্ব আর ইউনাইটেড সরাসরি খেলবে এই টুর্নামেন্টে। আপাতত অবশ্য এসব আলোচনা ঢাকা পড়ে গেছে। সব আকর্ষণ শেষ দিনে আসলে দুই মাঠে। অ্যানফিল্ডে উলভসের বিপক্ষে খেলতে নামবে লিভারপুলের। আর ম্যানচেস্টার সিটি যাবে ব্রাইটনের সঙ্গে খেলতে।
ব্রাইটন কোনোমতে এবার রেলিগেশন বাঁচিয়েছে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ১৭। কিন্তু শেষ ম্যাচেই আর্সেনালের সঙ্গে এমিরেটসে ড্র করে এসেছে তারা। শিরোপা ভাগ্যটা সিটিজেনদের হাতেই। শেষ ম্যাচে জিতে গেলে আরও একটি লিগ শিরোপা ঘরে তুলবে পেপ গার্দিওলার দল। কিন্তু স্নায়ুচাপটা শেষ কয়েক ম্যাচে ভালোভাবেই টের পেয়েছে সিটি। লেস্টার সিটির সঙ্গে বাঁচিয়েছেন ভিনসেন্ট কোম্পানি। নইলে আরেকটু হলেই পা হড়কাতে পারত সিটি।
লিভারপুলের শেষ ম্যাচ অবশ্য অ্যাওয়ে নয়। কিন্তু প্রতিপক্ষ ব্রাইটনের মতো সহজও নয়। শেষ ম্যাচে পয়েন্ট টেবিলের ৭ এ থাকা উলভসের সঙ্গে খেলতে হবে তাদের। এই মৌসুমে টপ সিক্সের দলগুলোকে নিয়মিতই চমকে দিয়েছে উলভস। অ্যানফিল্ডের উৎসবে জল ঢেলে দেওয়ার মোক্ষম সুযোগ হেলায় হারানোর কথা নয় তাদের। তাই লিভারপুলকে নিজদের কাজটা সেরে রাখতেও যথেষ্ট ঘাম ঝরাতে হবে। এরপর করতে হবে প্রার্থনা, একই সময়ে শুরু হওয়া ম্যাচে সিটি যেন অন্তত ড্র করে। তাহলেই ২৯ বছর পর লিগ শিরোপা ঘরে তুলবে লিভারপুল।