• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    আনফলো করে রাগ ঝাড়ছেন ইউনাইটেড সমর্থকেরা

    আনফলো করে রাগ ঝাড়ছেন ইউনাইটেড সমর্থকেরা    

    আরও একটি হতাশার মৌসুম পার করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা হচ্ছে না তাদের। সেটা নিশ্চিত হয়েছে গেল সপ্তাহেই। প্রিমিয়ার লিগের তলানির দল হাডার্সফিল্ডকেও হারাতে পারেনি ইউনাইটেড। সমর্থকেরা তাই রাগ ঝাড়ার জন্য বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়াকে। টুইটারে আনফলো ইউনাইটেড নামে একটি ক্যাম্পেইন শুরু করেছেন তারা। একদিনে প্রায় ৭৫ হাজার ফলোয়ার হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের অফিসিয়াল পেইজ।

    এই ধারায় চলতে থাকলেও অবশ্য ম্যান ইউনাইটেডের টুইটার পেইজের খুব বেশি যাবে আসবে না। ১৯.২ মিলিয়ন ফলোয়ার রয়েছে তাদের। তবে দলের ওপর যে হতাশ সেটা সমর্থকেরা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন তারা।

    আনফলো ক্যাম্পেইনটি কারা শুরু করেছে- সেটা অবশ্য জানা যায়নি। তবে টুইটারে ইউনাইটেড সমর্থকদের অনেকেই আনফলো করার কারণ জানিয়েছেন। একজন লিখেছেন, "তাদের ওপর যে আমরা হতাশ এটা তাদের জানানো দরকার। এভাবে চলতে পারে না। এটা একটা প্রতিবাদ।"

     

     

    আনফলো করা সমর্থকদের বেশিরভাগেরই কথা একই সুরে। কেউ কেউ কড়া সমালোচনা করেছেন ইউনাইটেডের ডিফেন্সের। বিরাট অঙ্কের টাকা খরচ করে আনা নতুন খেলোয়াড়রাও বাদ পড়েননি। সবকিছুর ওপরে আসলে মালিকপক্ষ আর বোর্ডের ওপরই রাগটা ঝেড়েছেন ইউনাইটেড সমর্থকেরা।