• লা লিগা
  • " />

     

    অ্যাটলেটিকোকে বিদায় বললেন গডিন

    অ্যাটলেটিকোকে বিদায় বললেন গডিন    

    মাদ্রিদে ঘরের মাঠে আবেগঘন এক সংবাদসম্মেলনে অ্যাটলেটিকো মাদ্রিদ অধিনায়ক ডিয়েগো গডিন জানিয়ে দিয়েছেন চলতি মৌসুমটাই শেষ তার। ৩৩ বছর উরুগুয়াইন ডিফেন্ডারের সঙ্গে অ্যাটলেটিকোর চুক্তি শেষ হচ্ছে এই গ্রীষ্মে। নতুন চুক্তি হচ্ছে না দুই পক্ষের, গডিন তাই ৮ বছরের সম্পর্ক শেষ করছেন অ্যাটলেটিকোর সঙ্গে। 



    ২০১০ বিশ্বকাপের পর অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন গডিন। অ্যাটলেটিকোর উত্থানের পুরোটা সময় তার অবদান ছিল বিরাট। এই মৌসুমে দলের প্রথম অধিনায়কও হয়েছিলেন উরুগুয়াইন। এর আগে অ্যাটলেটিকোর হয়ে লা লিগা, দুইবার ইউরোপা লিগ, তিন ইউয়েফা সুপার কাপ জিতেছেন।২০১৩-১৪ মৌসুমে ১৮ বছর পর অ্যাটলেটিকোকে লা লিগা শিরোপা জিতিয়েছিলেন। বার্সেলোনার বিপক্ষে ন্যু ক্যাম্পে তার গোলেই লিগ জয় নিশ্চিত হয়েছিল অ্যাটলেটিকোর। দুইবার খেলেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। 

    গডিনের নতুন ঠিকানা হতে পারে ইতালিতে। ইন্টার মিলান তাকে ফ্রি ট্রান্সফারে দলে ভেড়াতে পারে শোনা যাচ্ছে। 

    বিদায়ের ঘোষণা দেওয়ার সময় গডিন বলেছেন, "আমি কিছুটা নার্ভাস। সাধারণত ম্যাচের আগেও এতোটা নার্ভাস থাকি না। সবাইকে আই এখানে ডেকে আসলে একটা কথা বলতে, এই দিনগুলো আমার অ্যাটলেটিকোতে শেষ। এটা শুধুমাত্র একটা ফুটবল ক্লাব না, আমার জন্য ছিল পরিবারের মতো। তাই বিদায় বলাটা খুবই কঠিন।"

    অ্যাটলেটিকো প্রেসিডেন্ট এনরিকে সেরেজো পরে যোগ করেছেন, "আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি অ্যাটলেটিকোর কিংবদন্তীকে বিদায় জানাতে। গডিন, তুমি আমাদের ইতিহাসের গুরুত্বপুর্ণ অংশ হয়ে থাকবে। তোমার চেষ্টা আর তোমার গোলের আমাদেরদকে সমৃদ্ধ করেছে, যেমন ন্যু ক্যাম্পে তোমার গোলটা আমাদের শিরোপা এনে দিয়েছিল।"

    "তুমি হাজারবার লড়াই করেছ, আর ক্লাবের জার্সির জন্য খেলেছ প্রতিটি ম্যাচ। তুমি অধিনায়কের আর্মব্যান্ড পরেছ। এরপর তুমি যেখানেই যাও, অ্যাটলেটিকো তোমার জন্য সবসময়ই শুভকামনা জানাবে। অ্যাটলেটিকো তোমার পরিবার, আর এটা তোমার ঘর।"