• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'বার্সার উচিত সমর্থকদের কাছে ক্ষমা চাওয়া'

    'বার্সার উচিত সমর্থকদের কাছে ক্ষমা চাওয়া'    

    ম্যাচের ফলাফল ব্যাখ্যা করতে গিয়ে যত বিশেষণই লাগান না কেন, সেটা কম হবে। বার্সেলোনা সমর্থকরা তো বটেই, খোদ লিভারপুল সমর্থকরাও হয়ত ভাবতে পারেননি অ্যানফিল্ডে এমন কিছু একটা ঘটবে! অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লেখে বার্সাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েই টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে গেছে লিভারপুল। তিন গোলের লিড নিয়েও ফাইনালে উঠতে না পারায় হতবাক বার্সা। মিডফিল্ডার সার্জিও বুস্কেটস ও লুইস সুয়ারেজ বলছেন, এমন ম্যাচের পর সমর্থকদের কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত।

    ক্যাম্প ন্যুতে লিভারপুলকে পাত্তাই দেয়নি বার্সেলোনা। লিওনেল মেসির জোড়া গোলে ৩-০ ব্যবধানে জিতে ফাইনালে এক পা দিয়ে রেখেছিল তারা। অ্যানফিল্ডে সেই লিডটা ধরে রাখতে পারল না বার্সা। গতবার রোমার মাঠের দুঃস্বপ্ন ফিরে এলো এখানেও।

    অ্যানফিল্ডে ৪-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ায় হতাশা জেঁকে ধরেছে বার্সাকে, স্বীকার করলেন বুস্কেটস, ‘তারা আমাদের চেয়ে ভালো খেলেছে, এটা স্বীকার করতে দোষ নেই। রোমে যা হয়েছিল, এখানেও তাই হয়েছে। প্রথম লেগের অমন ফলাফলের পর এরকম হার মানা যায় না। আমাদের গোল করে ম্যাচে ফেরার অনেক সুযোগ ছিল, আমরা নিতে পারিনি। আমি সব সমর্থকদের কাছে ক্ষমা চাইছি, সবারই এটা করা উচিত।’

     

     

    লিভারপুলের সামনে বার্সাকে ‘ যুব দল’ লেগেছে, মানছেন লুইস সুয়ারেজ, ‘আমাদের খেলা দেখে মনে হয়েছে লিভারপুলের সাথে কোন যুব দল খেলছে! আমরা খুবই ব্যথিত, খুব বেশি কষ্ট লাগছে। এখন নিজেদের ভুল নিয়ে আলোচনা করতে হবে। বার্সেলোনার মতো ক্লাবে এসব হতে পারে না। একই ভুল পরপর দুইবার করা উচিত না।’

     

    বার্সেলোনা সমর্থকরা কি পারবেন দলকে ক্ষমা করতে?