ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়েছিলেন মেসি
এর বেশি আর কি করতে পারতেন লিওনেল মেসি? দুই লেগ মিলিয়ে লিভারপুলই এগিয়ে ছিল। কিন্তু প্রথম লেগে তাঁর জাদুতে বড় লিড পেয়েছিল বার্সেলোনা। সেটাও কাজে লাগাতে পারেনি তাঁর দল। অ্যানফিল্ডে অসহায়ের মতো ভেঙে পড়েছে বার্সা। ম্যাচশেষেও মাঠে শুধু হতাশাটাই দেখা গিয়েছিল মেসির চোখে মুখে। কিন্তু ড্রেসিংরুমে গিয়ে আর ধরে রাখতে পারেননি নিজেকে। স্বপ্নভঙ্গের বেদনায় ড্রেসিংরুমে গিয়ে আর নিজেকে ধরে রাখতে পারেননি মেসি। কেঁদেই ফেলেছেন অ্যানফিল্ডের ড্রেসিং রুমে।
প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে থেকে পরে অ্যানফিল্ডে বার্সা হেরেছে ৪-০ গোলে। তাই ৪ বছর পর আর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা হয়নি বার্সা। টানা দ্বিতীয় ফাইনালে উঠে গেছে লিভারপুল। গতবার রোমেও ৩ গোলে এগিয়ে থাকা ম্যাচে একই পরিণতি হয়েছিল বার্সার। সেবার তারা বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। ম্যাচশেষে মেসিকে আবার দিতে হয়েছিল ডোপ টেস্ট। তাই পুরোদল লিভারপুল ছেড়ে গেলেও, এরপর তিনি বার্সেলোনায় রওয়ানা হয়েছেন একাই।
লিভারপুলের জন লেনন এয়ারপোর্টে পৌঁছানোর পর একদল বার্সা সমর্থকের রোষানলের মুখেও পড়েছিলেন মেসি। সেখানে থাকা সমর্থকদের সঙ্গে মেসি এক দফা বাগ বিতণ্ডাতেও জড়িয়েছিলেন বলে দাবি করছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো।
অথচ এক সপ্তাহ আগেও মেসি ছিলেন নায়ক। কিন্তু আরেক ট্রাজেডিকে মেসিকে ফিরতে হয়েছে খালি হাতেই। ম্যাচশেষেও সময়টা নিজের মতো কাটাতে পারলেন না। নিজ দলের সমর্থকদের রাগটাও দেখতে হলো তাকে। ক্যারিয়ারে বার্সার হয়ে এমন দুঃসময় হয় মেসিও দেখেননি আগে।