টটেনহামের বিপক্ষে খেলতে খেলতেই ইফতার সারলেন জিয়েচরা
রোজা রাখার সিদ্ধান্তটা আয়াক্স তাদের মুসলিম খেলোয়ারদের ওপরই ছেড়ে দিয়েছিল। হাকিম জিয়েচ আর নুসাইর মাজরাউই রোজা রেখেই খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। টটেনহাম হটস্পারের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল শুরু হয়েছিল নেদারল্যান্ডস সময় রাত ৯টায়। সেখানকার সময় অনুযায়ী ইফতার আর কিছুক্ষণ পরই। তাই খেলা চলা অবস্থাতেই মাঠের ভেতর রোজা ভেঙেছেন আয়াক্সের দুই মরোক্কান ফুটবলার।
ম্যাচের ২৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল দুইজনকে। মাজরাউই রোজা ভেঙেছেন শক্তিবর্ধক জেলি খেয়ে। তবে এরপর লাভটা বেশি হয়েছে জিয়েচের। রোজা ভাঙার কিছুক্ষণ পরই ম্যাচের দ্বিতীয় গোল করেন আয়াক্স ফরোয়ার্ড। দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল আয়াক্স।
দুইজনের খেলায় প্রথমার্ধে ছিল না কোনো ক্লান্তির ছাপ। মাঠের ২২ জন খেলোয়াড়ের মধ্যে বরং সবচেয়ে বেশি খেটে খেলেছেন জিয়েচই। ফ্রেঞ্চ স্পোর্টস রাইটার ম্যাট স্পিরো নিশ্চিত করেছেন দুই খেলোয়াড়ের রোজা ভাঙার ব্যাপারটি।