• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ফুটবলকে বিদায় বললেন ইয়াইয়া তোরে

    ফুটবলকে বিদায় বললেন ইয়াইয়া তোরে    

    ৩৫ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন সাবেক বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি এবং আইভরি কোস্ট মিডফিল্ডার ইয়াইয়া তোরে। টুইটারে এক বিবৃতিতে তোরের অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন তার এজেন্ট দিমিত্রি সেলুক। অবসরের পর কোচিংয়ে ক্যারিয়ার গড়বেন তিনি- জানিয়েছেন সেলুক।

    'একজন চ্যাম্পিয়ন হিসেবে ইয়াইয়া তার পেশাদারি ক্যারিয়ার শেষ করল। সিটির হয়ে তার শেষ ম্যাচটিই আসলে তার বিদায়ী ম্যাচ ছিল। শুধু সিটিতে নয়, ইয়াইয়ার ফুটবল ক্যারিয়ারেরই শেষ ম্যাচ ছিল সেটি।' ২০১৭-১৮ মৌসুম শেষে সিটি ছেড়ে গ্রিক দল অলিম্পিয়াকোসে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু মাত্র মাস দুয়েক পরই গত বছরের ডিসেম্বরে দুই পক্ষের সমঝোতায় বাতিল হয় তোরের চুক্তি। এরপর থেকে 'ফ্রি এজেন্ট' ছিলেন তিনি।

     

     

    গত মাসে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের কোনও চিন্তাভাবনা না থাকার কথা বলেছিলেন তিনি। সাবেক সতীর্থ জাভি বা হালের অস্কার-হাল্কদের মত চাইনিজ লিগেও খেলতে সমস্যা নেই বলে জানিয়েছিলেন তোরে। তবে সেসব পরিকল্পনা বাতিল করে এখনই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তোরে, রাশিয়ান সংবাদপত্র স্পোর্ট ২৪-এ নিশ্চিত করেছেন সেলুক, 'ইয়াইয়া আফ্রিকার সর্বকালের অন্যতম  সেরা ফুটবলার। সেরা ফর্মে থেকেই ফুটবলকে বিদায় বললেন তিনি। দুই বছর পর কোচিং লাইসেন্স পেয়ে কোনও বড় ক্লাবের ম্যানেজার হবে ইয়াইয়া। আমি নিশ্চিত সেখানেও সে পেশাদারি ক্যারিয়ারের মতই সফল হবে সে।' 

     

     

    গত বছর দুয়েক ধরে ফুটবলে তেমন দেখা না গেলেও তোরের ক্যারিয়ার ছিল সাফল্য এবং শিরোপামণ্ডিত। বার্সার 'হেক্সা' (এক বছরে ছয় শিরোপা) জয়ী দলের সদস্য ছিলেন তিনি। এরপর ৮ বছর খেলেছেন ম্যান সিটির হয়ে, ৩১৬ ম্যাচে করেছেন ৭৯ গোল। প্রিমিয়ার লিগ জিতেছেন ৩বার। আইভরি কোস্টের হয়ে খেলেছেন ১০১ ম্যাচ, জিতেছেন ২০১২ আফ্রিকান কাপ অফ নেশনস। ৪বার হয়েছেন আফ্রিকার বর্ষসেরা ফুটবলার, ৭বার জায়গা পেয়েছেন আফ্রিকার বর্ষসেরা একাদশে। সিটির পাট চুকিয়ে ফিরেছিলেন অলিম্পিয়াকোসে, যেখানে শুরু করেছিলেন পেশাদারি ক্যারিয়ার।