• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ম্যান ইউনাইটেড ছাড়লেন হেরেরা

    ম্যান ইউনাইটেড ছাড়লেন হেরেরা    

    এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে অ্যান্ডার হেরেরা। নতুন করে আর চুক্তি করছেন না রেড ডেভিলদের সঙ্গে। ৫ বছর পর সিদ্ধান্ত তিনি সিদ্ধান্ত নিয়েছেন ক্লাব ছাড়ার। ম্যান ইউনাইটেডের অফিসিয়াল টুইটার পেইজ থেকে নিশ্চিত করা হয়েছে হেরেরার ক্লাব ছাড়ার ব্যাপারটি।

    ২৯ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডারের নতুন ঠিকানা হতে পারে পিএসজি। নিশ্চিতভাবে সেটা না জানা গেলেও, ইংলিশ সংবাদমাধ্যমগুলো বলছে পিএসজি আর হেরেররা চুক্তি হয়ে আছে আগে থেকেই। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা আসা বাকি।

     

     

    ২০১৪ সালে অ্যাথলেটিক বিলবাও থেকে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন হেরেরা। লুই ফল গালের অধীনে খেলা শুরু করেছিলেন রেড ডেভিলদের জার্সি গায়ে। ওল্ড ট্রাফোর্ডে কাটানো ৫ বছরে জিতেছেন এফকাপ, লিগ কাপ ও ইউরোপা লিগের শিরোপা। ইউনাইটেড অবশ্য শেষে গিয়ে হেরেরাকে দলেই রাখতে চেয়েছিল। কিন্তু নতুন চুক্তির প্রস্তাব দিতে দেরি করায় ব্যাপারটা পছন্দ হয়নি তার। পরে ক্লাবের সর্বোচ্চ বেতনধারী ফুটবলারদের স্কেলে বেতন দাবি করেছিলনে। সেটা আবার বাড়াবাড়ি মনে হয়েছে ইউনাইটেডের কাছে। সে কারণেই ভেস্তে গেছে ইউনাইটেড আর হেরেরা চুক্তি।