• লা লিগা
  • " />

     

    চ্যাম্পিয়নস লিগ থেকে বার্সার বিদায়ে রিয়ালের কিছু বদলাচ্ছে না: জিদান

    চ্যাম্পিয়নস লিগ থেকে বার্সার বিদায়ে রিয়ালের কিছু বদলাচ্ছে না: জিদান    

    ২০১৮-১৯ মৌসুম রিয়াল মাদ্রিদের জন্য রীতিমত দুঃস্বপ্নের মত কেটেছে। লা লিগা থেকে ছিটকে পড়েছে আগেই, মৌসুম শেষ করবে টেবিলের তিন-এ থেকে। কোপা ডেল রে-তেও নেই তারা, টানা ৩ মৌসুম চ্যাম্পিয়নস লিগ জেতা রিয়াল এবার বাদ পড়েছে শেষ ষোল থেকে। অন্যদিকে বার্সেলোনা জিতেছে লা লিগা, চলে গেছে কোপা ডেল রে ফাইনালেও। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলা কাতালানরা স্বপ্ন দেখছিল আরও এক 'ট্রেবল'-এর, কিন্তু লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তনে সে স্বপ্ন হয়েছে ধূলিস্যাৎ। বার্সা চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিলেও এ নিয়ে উচ্ছ্বসিত বা খুশি হওয়ার কোনও কারণ দেখছেন না রিয়াল কোচ জিনেদিন জিদান। বার্সার হার রিয়ালের হতাশাজনক মৌসুমের কিছুই বদলাচ্ছে না, জানিয়েছেন তিনি।

    গতকাল শনিবার সংবাদ সম্মেলনে বার্সার বিদায় নিয়ে প্রশ্ন উঠতেই নিজের অবস্থান পরিষ্কার করে দেন জিদান, 'দেখুন, বার্সা পুরো মৌসুম দারুণ খেলেছে। সবচেয়ে বেশি পয়েন্ট, শিরোপা- সব দিক দিয়েই এগিয়ে আছে তারা। আমরা এবার তেমন কিছুই করতে পারিনি। অবশ্য শিরোপা জিততে না পারাটা আমাদের জন্য হতাশার। তবে অন্যের ব্যর্থতায় আমাদের মৌসুম নির্ভর করবে, মানতে নারাজ আমি। বার্সা ইউরোপ থেকে বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু এতে আমাদের কিছুই বদলাচ্ছে না। আমাদের মৌসুম হতাশাজনকই ছিল, বার্সার বিদায়ে তা পরিবর্তন হচ্ছে না একদমই।'

     

     

    হতাশাজনক মৌসুমে রিয়ালের ড্রেসিং রুমেও কলহের খবর শোনা গিয়েছে। জিদান কোচ হয়ে আসায় ক্লাব ছাড়ছেন বেল, জানিয়েছিল মার্কার মত সংবাদমাধ্যমরাও। কিন্তু বেলের এজেন্ট বলছেন, রিয়ালেই থাকতে চান ওয়েলশ ফরোয়ার্ড। তবে আরেক স্প্যানিশ পত্রিকা এএস জানিয়েছে, আগামী মৌসুমে জিদানের পরিকল্পনায় নেই বেল। সে ব্যাপারে তাকে অবগত করেছেন জিদান নিজেই। কিন্তু গতকাল এমন প্রশ্নের সরাসরি কোনও জবাব দেননি জিদান, 'ক্লাবের ভেতরে কী হয়, সেটা একান্তই আমাদের ব্যাপার। এসব ব্যাপার আমরা মিডিয়ায় আনতে চাই না। বেলের সাথে আমার কথা হতেও পারে, নাও হতে পারে। এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাচ্ছি না। মৌসুম শেষেই জানা যাবে সব।'

     

     

    পল পগবা, এডেন হ্যাজার্ড, কিলিয়ান এম্বাপ্পেদের কিনতে উঠেপড়ে লেগেছে রিয়াল। নতুন 'গ্যালাক্টিকোস'দের দলে নিতে তাই বেলকে বিক্রিও করে দিতে পারে রিয়াল। অবশ্য নিশ্চিত খবর পেতে অপেক্ষা করতে হবে দলবদল পর্যন্ত।