• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    নেইমার পিএসজির অধিনায়ক হওয়ার যোগ্য নয়: টুখেল

    নেইমার পিএসজির অধিনায়ক হওয়ার যোগ্য নয়: টুখেল    

    জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। পিএসজির আক্রমণভাগের নেতৃত্বেও থাকেন নেইমারই। অনেকেই আগামী মৌসুমে পিএসজির অধিনায়ক হিসেবেও নেইমারকে দেখতে চাচ্ছেন। তবে কোচ টমাস টুখেল সাফ জানিয়ে দিলেন, পিএসজির অধিনায়ক হওয়ার মতো যোগ্যতা এখনো অর্জন করতে পারেননি নেইমার।

    ফ্রেঞ্চ কাপের ফাইনালে দর্শককে ধাক্কা দেওয়ায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন নেইমার। মৌসুমে নিজের শেষ ম্যাচ খেলতে কাল মাঠে নেমেছিলেন তিনি। অ্যাঞ্জার্সের বিপক্ষে দারুণ এক হেডে গোল পেয়েছেন নেইমার, করেছেন ডি মারিয়ার গোলে অ্যাসিস্টও।

    ম্যাচের পর সাংবাদিকদের অনেকেই টুখেলকে জিজ্ঞাসা করেছিলেন, আগামী মৌসুমে নেইমারকে অধিনায়ক করা হবে কিনা। টুখেল জানিয়েছেন, থিয়াগো সিলভা ও মারকুইনহোস থাকা অবস্থায় নেইমারকে অধিনায়কের আর্মব্যান্ড দেওয়া হবে না, ‘আমাদের দুইজন অধিনায়ক আছে। সিলভা ও মারকুইনহোসকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সহসাই সেটা আর বদলানো হচ্ছে না, তাদেরকে আমাদের সম্মান দেখানো উচিত। আর পিএসজির অধিনায়ক হওয়ার মতো যোগ্যতা এখনো অর্জন করতে পারেনি নেইমার। সে তাঁর কৌশল দিয়ে আক্রমণের নেতৃত্ব দিতে পারে। কিন্তু অধিনায়ক হওয়া ভিন্ন ব্যাপার। আর অধিনায়কের আর্মব্যান্ড পরা নিয়ে এতো আলোচনা শুনে অবাক হচ্ছি। এতে খুব বেশি কিছু আসে যায় না আমার মতে।’

     

     

    দর্শককে ধাক্কা দেওয়ার ঘটনায় বেশ সমালোচিত হয়েছিলেন নেইমার। কাল অ্যাঞ্জার্সের মাঠে দর্শকের দুয়ো শুনতে হয়েছে তাকে। তবে খোদ অ্যাঞ্জার্স কোচ স্টিফেন মউলিন বলছেন, নেইমারের মতো ফুটবলারকে এভাবে দুয়ো দেওয়া উচিত হয়নি তাঁর ক্লাবের সমর্থকের, ‘আমি নিজেই নেইমারের পারফরম্যান্সে হাততালি দিয়েছি। সে বল নিয়ে যা করতে পারে সেটা আর কেউই পারে না। সে একাই ম্যাচ জিতিয়েছে। মৌসুমের শেষ ম্যাচটা সে ভালোভাবে শেষ করতে চেয়েছিল। তাঁর মতো বিশ্বমানের ফুটবলারকে দুয়ো দেওয়ার কোন মানেই হয় না। নেইমার যে অবিশ্বাস্য ফুটবল উপহার দেয়, সেটা দেখার জন্য মানুষ টিকেট কেটে খেলা দেখতে আসে। যারা দুয়ো দিয়েছে, তাঁরাই আবার নেইমার না থাকলে খেলা দেখতে আসে না!’