• লা লিগা
  • " />

     

    ফাইনালের পর হ্যাজার্ডের সঙ্গে চুক্তি রিয়াল মাদ্রিদের

    ফাইনালের পর হ্যাজার্ডের সঙ্গে চুক্তি রিয়াল মাদ্রিদের    

    দিনের শুরুতে খবর ছিল নিজের ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা চেলসিকে জানিয়ে দিয়েছেন এডেন হ্যাজার্ড। সন্ধ্যা না গড়াতেই নতুন খবর হাজির। ফ্রেঞ্চ সংবাদমাধ্যম লেকিপ বলছে, হ্যাজার্ডের সঙ্গে চুক্তি হয়েছে গেছে রিয়াল মাদ্রিদের। ২৯ মে ইউরোপা লিগের ফাইনাল চেলসির। আর্সেনালের বিপক্ষে ফাইনালের পরি চুক্তির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানাচ্ছে লেকিপ।


    আরও পড়ুন :  চেলসিকে নিজের সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছেন হ্যাজার্ড 


     এমনিতে অনেকদিন ধরেই হ্যাজার্ডের মাদ্রিদে যাওয়ার গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। হ্যাজার্ড নিজেও জিনেদিন জিদানের দলে খেলার ব্যাপারে একাধিকবার আগ্রহের কথা জানিয়েছেন। চেলসির সঙ্গে তার চুক্তির মেয়াদ আছে আর এক বছর। নতুন করে আর চেলসির সঙ্গে চুক্তিও করতে চাননি হ্যাজার্ড। 

    এই মৌসুমটা চেলসির তেমন ভালো না গেলেও দুর্দান্ত ফর্মে ছিলেন হ্যাজার্ড। প্রিমিয়ার লিগে ৩৭ ম্যাচে ১৬ গোলের পাশাপাশি ১৫টি অ্যাসিস্ট আছে তাঁর। লেকিপের খবর ঠিক হলে ২৮ বছর বয়সী মাদ্রিদের পথে এক পা দিয়েই রেখেছেন। যাওয়ার আগে অবশ্য চেলসিকে আরেকবার শিরপাটা জিতিয়েই যেতে চাইবেন হ্যাজার্ড।