• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ফাইনালে হারের কষ্টটা সহ্য করতে পারবেন না সন

    ফাইনালে হারের কষ্টটা সহ্য করতে পারবেন না সন    

    নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে টটেনহাম। লিভারপুলের বিপক্ষে সেই ম্যাচে হারলে যে মন ভেঙে যাবে টটেনহাম ফুটবলারদের, সেটা বলাই বাহুল্য। ফাইনালকে সামনে রেখে স্পার্স ফরোয়ার্ড হিউ মিন সন বলছেন, মাদ্রিদের ফাইনালে হেরে গেলে সেই কষ্টটা বহুদিন বয়ে বেড়াতে হবে তাদের।

    সেমিফাইনালে ঘরের মাঠে আয়াক্সের কাছে প্রথম লেগে হেরেছিল টটেনহাম। আয়াক্সের মাঠে দ্বিতীয় লেগের শুরুতেই দুই গোল হজম করে অনেকটাই শেষ হয়ে যায় তাদের ফাইনালের স্বপ্ন। মাউরিসিও পচেত্তিনোর দল অবশ্য এরপর অবিশ্বাস্যভাবে ঘুরে দাড়ায়। লুকাস মউরার হ্যাটট্রিকে আয়াক্সের স্বপ্ন গুড়িয়ে দিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠে টটেনহাম।

    প্রিমিয়ার লিগে এবার দুই ম্যাচেই লিভারপুলের কাছে হেরেছে টটেনহাম। ১ জুনের ফাইনালে সেটার পুনরাবৃত্তি চান না সন, ‘হার-জিত নিয়ে আসলে এখনই ভাবতে চাই না। চ্যাম্পিয়নস লিগ জেতাটা অনেক বড় ব্যাপার। কিন্তু হেরে গেলে কষ্টটাও খুব বেশি লাগবে। এই কষ্টটা অনেকদিন বয়ে বেড়াতে হবে দলের সবাইকে।’

    লিগের ম্যাচ আর নেই। চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে দুই সপ্তাহের সময় পাচ্ছে টটেনহাম। এই সময়টাকে কাজে লাগানোর পরামর্শ সনের, ‘সবার আসলে কিছুদিন বিশ্রাম নেওয়া উচিত। নিজেদের ফিটনেসটা ধরে রাখতে হবে। আমাদের হাতে ১৫ দিনের বেশি সময় আছে, নিজেদের প্রস্তুতিটা ভালোভাবে সারতে হবে। আমি খুবই ইতিবাচক একজন মানুষ। নিজেদের সেরাটা যদি দিতে পারি সবাই, আমরা ফাইনালে ভালো কিছু করতে পারব।’