• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    রিয়াল মাদ্রিদে যাচ্ছেন ইয়োভিচ

    রিয়াল মাদ্রিদে যাচ্ছেন ইয়োভিচ    

    ২১ বছর বয়সী সার্বিয়ান স্ট্রাইকার লুকা ইয়োভিচকে দলে ভেড়াচ্ছে রিয়াল মাদ্রিদ। স্কাই স্পোর্টস বলছে দুই পক্ষের চুক্তিও হয়ে গেছে। তবে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এখনও আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা।




    ধারণা করা হচ্ছে স্প্যানিশ জায়ান্টদের ৫০ মিলিয়ন ইউরো খরচ হচ্ছে ইয়োভিচের জন্য। চুক্তির মেয়াদ পাঁচ বছরের। মৌসুমের শুরুতে বেনফিকা থেকে ধারে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টে যোগ দিয়েছিলেন ইয়োভিচ। জার্মান লিগে এখন পর্যন্ত করেছেন ১৭ গোল। ইউরোপা লিগে সর্বোচ্চ গোলদাতাও এখন পর্যন্ত তিনি। অলিভিয়ের জিরুর সমান ১০ গোল নিয়ে আছেন প্রতিযোগিতার গোল্ডেন বুট পাওয়ার দৌড়েও। তবে গত সপ্তাহে টাইব্রেকারে চেলসির কাছে হেরেই ফ্রাঙ্কফুর্ট ইউরোপা লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে।

    ইয়োভিচের সাবেক ক্লাব বেনফিকাকে চুক্তির একটা অংশ দিতে হবে। স্কাই জানাচ্ছে, ইয়োভিচের মাদ্রিদ যাত্রায় প্রায় ১৫ মিলিয়ন ইউরো পাবে বেনফিকাও। গত বছর অক্টোবরে ফরচুনার বিপক্ষে এক ম্যাচে ৫ গোল করে আলোচনায় এসেছিলেন ইয়োভিচ। বুন্দেসলিগায় সবচেয়ে কম বয়সে এক ম্যাচ ৫ গোল করার রেকর্ডটা তারই। এরপর ইউরোপা লিগে একের পর এক গোল করে বড় ক্লাবগুলোর নজর কেড়েছেন। তাকে পাওয়ার ব্যাপারে আগ্রহী ক্লাবের নামের মধ্যে ছিল বার্সেলোনাও।

     

     

    গত বছর বিশ্বকাপে সার্বিয়া দলে ছিলেন ইয়োভিচ। অবশ্য ব্রাজিলের বিপক্ষে বদলি হয়ে মাঠে নামা ছাড়া সুযোগ পাননি আর। বিশ্বকাপের পর থেকেই নিয়মিত হয়েছেন দলে।