বিশ্বকাপ শেষে আফগানদের কোচের দায়িত্ব ছাড়ছেন সিমন্স
২০১৭ সালের ডিসেম্বরে দায়িত্বটা পেয়েছিলেন। ফিল সিমন্সের প্রধান চ্যালেঞ্জটাই ছিল আফগানিস্তানকে বাছাইপর্ব পার করিয়ে বিশ্বকাপে আনা। সেই দায়িত্বটা পালন করেছেন দারুণভাবেই। এবার সিমন্স জানালেন, বিশ্বকাপের পরেই আফগানদের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি।
সিমন্সের সাথে আফগান বোর্ডের চুক্তিটা শেষ হচ্ছে হচ্ছে বিশ্বকাপের পরপরই। আফগানিস্তানকে বিশ্বকাপে নিয়ে আসা সিমন্সকে অবশ্য আরও অনেকদিন এই পদে দেখার আশা করেছিলেন অনেকেই। বিশ্বকাপে আফগানদের পারফরম্যান্স ভালো হলে চুক্তিটা বাড়তে পারে, শোনা যাচ্ছিল এমনটাই।
তবে সিমন্স নিজেই আর চুক্তির মেয়াদ বাড়াতে চান না, ‘এই ব্যাপারে আমি অনেক ভেবে দেখেছি। আফগান বোর্ডকে আমি নোটিশ দিয়েছি যে বিশ্বকাপের পর আমি আর দলের সাথে থাকছি না। ১৫ জুলাই চুক্তি শেষ হওয়ার পর আমি নতুন কোথাও যেতে চাই।’
দেড় বছরের দায়িত্ব পালনকালে নিজের সাফল্যে সন্তুষ্ট সিমন্স, ‘আমাকে ১৮ মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। আমার মনে হয় এই সময়ে আমি যথেষ্ট ভালোই করেছি। এখন নতুন কারো আসার সময় হয়েছে। আমার লক্ষ্য ছিল আফগানদের বিশ্বকাপে নিয়ে আসা, সেটা আমি করেছি। যখন দায়িত্ব নিয়েছিলাম তখন ভালোভাবে বিদায়ের ইচ্ছাটা ছিল, সেটাই করতে চাই। আমি সবসময়ই ক্রিকেটারদের সাহায্য করার চেষ্টা করেছি নিজের অভিজ্ঞতা দিয়ে।’
বিশ্বকাপের আগে আফগানিস্তানের অধিনায়ক বদল নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি বোর্ডকে। দলের দুই সিনিয়র সদস্য মোহাম্মদ নবী ও রশিদ খান তো সরাসরি গুলবাদিন নাইবের অধিনায়ক হওয়ার বিরোধিতা করেছিলেন। সিমন্স বলছেন, তিনি নিজেও জানতেন না অধিনায়ক বদলের কথা, 'আসলে আমিও জানতাম না ব্যাপারটা। এটা বোর্ড ও নির্বাচকদের সিদ্ধান্ত। আমি তো এটাকে বদলাতে পারি না। আমার কাজ ছিল অধিনায়কের বদলের পর দলকে এটার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য তৈরি করা।’