ইকার্দিকে বাদ দিয়ে কোপায় আর্জেন্টিনার দল ঘোষণা
আরও একবার বড় টুর্নামেন্টের স্কোয়াড থেকে বাদ পড়লেন মাউরি ইকার্দি। কোপা আমেরিকার জন্য ঘোষণা করা লিওনেল স্কালোনির আর্জেন্টিনা দলে জায়গা হয়নি ইন্টার মিলান স্ট্রাইকারের। প্রাথমিক স্কোয়াডে অবশ্য ছিলেন ইকার্দি। গত বছর বিশ্বকাপ দলেও জায়গা হয়নি তাঁর।
ইকার্দির জায়গায় নেওয়া হয়েছে ৩১ বছর বয়সী রিভারপ্লেটে স্ট্রাইকার মাতিয়াস সুয়ারেজকে। দলে নেওয়া হয়নি অভিজ্ঞ গোলরক্ষক সার্জিও রোমেরোকেও। তিনি অবশ্য প্রাথমিক দলেও ছিলেন না। থেকেও বাদ পড়েছেন জেরোনেমো রুলি। তাঁর জায়গায় বোকা জুনিয়র্সের আন্দ্রাদা পেয়েছেন জায়গা। তবে গোলবারের নিচে ফ্রাঙ্কো আর্মানির দাঁড়ানো অনেকটাই নিশ্চিত।
মিডফিল্ডেও আছে চমক। ম্যানুয়েল লানজিনি, অ্যানহেল কোরেয়া, এরিক লামেলাদের জায়গা হয়নি দলে। ঘরোয়া লিগ থেকেই ডাকা হয়েছে ৬ জন খেলোয়াড়। একমাত্র আর্মানি বাদে তাদের কারও জাতীয় দলে খেলার অভিজ্ঞতা নেই বললেই চলে। মেক্সিকোর ক্লাব আমেরিকা থেকেও ডাক পেয়েছেন দুইজন। এজিকুয়েল গারায় বা মাতেও মুসাকিওদেরকেও বিবেচনা করা হয়নি রক্ষণে।
আর্জেন্টিনা স্কোয়াড
গোলরক্ষক
ফ্রাঙ্কো আর্মানি (রিভার প্লেট), আন্দ্রাদা (বোকা), অগাস্টিন মার্কিসিন (ক্লাব আমেরিকা)
ডিফেন্ডার
মিল্টন কাস্কো (রিভারপ্লেট), হুয়ান ফয়েথ (টটেনহাম), রামিরো ফুয়েনস মরি (ভিয়ারিয়াল), নিকোলাস অটামেন্ডি (ম্যান সিটি), রেঞ্জো সারাভিয়া (রেসিং), জার্মান পেজ্জেলে (ফিওরেন্টিনা), নিকোলাস টালিয়াফিকো (আয়াক্স)
মিডফিল্ডার
মার্কোস আকুনিয়া (স্পোর্টিং লিসবন), লিয়ান্দ্রো পারেদেস (পিএসজি), জিওভান্নি লো সেলসো (বেটিস), রদ্রিগো ডি পল (উদিনেসে), রবার্তো পেরেইরা (ওয়াটফোর্ড), গুইদো রদ্রিগেজ (ক্লাব আমেরিকা), এক্সিকুয়েল পালাসিওস (রিভার প্লেট), অ্যানহেল ডি মারিয়া (পিএসজি)
ফরোয়ার্ড
সার্জিও আগুয়েরো (ম্যান সিটি), লিওনেল মেসি (বার্সেলোনা), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), পাউলো দিবালা (জুভেন্টাস), মাতিয়াস সুয়ারেজ (রিভার প্লেট)