• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    জুভেন্টাসের কোচ হচ্ছেন গার্দিওলা?

    জুভেন্টাসের কোচ হচ্ছেন গার্দিওলা?    

    ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন তিনি। প্রথম ইংলিশ ক্লাব হিসেবে সিটিকে জিতিয়েছেন ঘরোয়া 'ট্রেবল'। প্রিমিয়ার লিগ, এফএ কাপ ঘরে তুললেও চ্যাম্পিয়নস লিগের গেরো এখনও কাটাতে পারেননি আগুয়েরোরা। সিটির মত চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতার কারণেই সরে দাঁড়িয়েছেন জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ফেলেছেন অনেকেই। সিটি ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমাচ্ছেন পেপ গার্দিওলা- ইতালিয়ান রেডিও চ্যানেল স্পোর্তিভার এমন গুঞ্জনে এখন সরগরম ইউরোপ।

     

     

    সিটির সাথে চুক্তি অনুযায়ী এখনও দুই বছর বাকি আছে গার্দিওলার, সাথে আরও এক বছরের জন্য চুক্তি নবায়নের সুযোগও থাকছে। কিন্তু বার্সেলোনার হয়ে ২০১১-এর পর আর চ্যাম্পিয়নস লিগ ছুঁয়ে দেখা হয়নি গার্দিওলার। ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে নিয়েও ইউরোপসেরা হওয়ার দৌড়ে ব্যর্থ তুরিনের বুড়িরা। গার্দিওলার ইতালিতে পাড়ি জমানোর খবর চাউর হয়েছে জুভেন্টাস স্পোর্টিং ডিরেক্টর ফাবিও পারাতিচির সাক্ষাৎকারে। মিলানে অবকাশ যাপনের জন্য পালাৎজো পারিজি হোটেলে উঠেছিলেন পেপ, সেখানেই গত রবিবার উঠেছিলেন পারাতিচি। গার্দিওলাকে জুভেন্টাসে ভেড়াতেই পারাতিচির হোটেল যাত্রা, জানিয়েছে স্প্যানিশ সংবাদপত্র ওন্ডা সেরো এবং স্পোর্ট ইতালিয়া।

     

     

    স্পোর্তিভা অবশ্য আরও এক ধাপ এগিয়ে। তারা জানিয়েছে, পারাতিচির প্রস্তাবে সম্মতি জানিয়েছেন গার্দিওলা। জুনের ১৪ তারিখ আনুষ্ঠানিকভাবে ৪ বছরের জন্য জুভেন্টাসের কোচ হিসেবে ঘোষণা করা হবে গার্দিওলার নাম। তবে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি এ ব্যাপারে। সিটি বা জুভেন্টাস- গার্দিওলার ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেনি কেউই। কিন্তু সপ্তাহ দুয়েক আগেই সিটি ছাড়ার গুঞ্জনের প্রশ্নে বেজায় চটেছিলেন গার্দিওলা। ইতিহাদে অন্তত আরও দু'বছর থাকছেন- জানিয়েছিলেন নিজেই। তবে পারাতিচির সাথে গোপন বৈঠকের পর গার্দিওলা কী ভাবছেন, সেটা হয়তো জানেন তিনি নিজেই।