অস্ট্রেলিয়া, জাপানের সঙ্গে কঠিন গ্রুপে বাংলাদেশের মেয়েরা
এএফসি অনূর্ধ্ব-১৬ উইমেন্স চ্যাম্পিয়নশিপে গ্রুপ 'এ' তে বাংলাদেশ সঙ্গী হয়েছে অস্ট্রেলিয়া, জাপান ও স্বাগতিক থাইল্যান্ডের। জাপান, অস্ট্রেলিয়া এমনিতেই বাংলাদেশের চেয়ে যোজন এগিয়ে। আর স্বাগতিক বলে থাইল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন লড়াই।
৮ দেশের টুর্নামেন্ট শুরু হবে এ বছরের সেপ্টেম্বরে। ১৫ তারিখ প্রথম ম্যাচেই স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। এরপর ১৮ তারিখ তিনবারের চ্যাম্পিয়ন জাপান ও ২১ তারিখ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
গ্রুপপর্ব পেরুতে পারলে পরের বছর ভারতে অনুর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা প্রবল হবে বাংলাদেশের। দুই সেমিফাইনালের জয়ী দল সরাসরি বাছাই করবে অনুর্ধ্ব-২০ বিশ্বকাপে। সেটা করতে হলে অবশ্য বাংলাদেশকে রূপকথার গল্পই রচনা করতে হবে থাইল্যান্ডে।
অন্যগ্রুপে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চায়না, ভিয়েতনাম পড়েছে একসঙ্গে।
গতবছর ঘরের মাঠে বাছাইপর্ব উতরে মূল পর্বের জন্য কোয়ালিফাই করেছিল বাংলাদেশ। ৪ ম্যাচের ৪টিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি অনুর্ধ্ব-১৬ উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য বাছাই করেছিল বাংলাদেশ। ২০০৫ সালের পর মাত্র দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ।