'বিশ্বকাপে পান্ডিয়াই হবে ভারতের এক্স ফ্যাক্টর'
বিশ্বকাপে খেলবেন কিনা, সেটা নিয়েই ছিল সংশয়। কফি উইথ করন অনুষ্ঠানের সেই বিতর্ক পেছনে ফেলে ভারতের হয়ে বিশ্বকাপে খেলতে গেছেন হার্দিক পান্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ানসের ফিল্ডিং কোচ জন্টি রোডস বলছেন, ইংল্যান্ড বিশ্বকাপে পান্ডিয়াই হবেন ভারতের ‘এক্স ফ্যাক্টর’।
রিয়ালিটি শোতে বেফাঁস মন্তব্য করে অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথেই দেশে ফেরত পাঠানো হয়েছিল পান্ডিয়াকে। এরপর নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফেরেন তিনি, খেলেছেন আইপিএলেও। মুম্বাইয়ের হয়ে তৃতীয়বারের মতো আইপিএল শিরোপা জিতেছেন পান্ডিয়া। চেন্নাইয়ের বিপক্ষে ফাইনালে বড় কিছু না করলেও সব মিলিয়ে অবশ্য মৌসুমটা ভালোই কেটেছে তাঁর। ব্যাট হাতে তিনি ৪০২ রান করেছেন, স্ট্রাইক রেট ১৯১; বল হাতে নিয়েছেন ১২ উইকেট, ক্যাচ ধরেছেন ১১টি।
রোডস বলছেন, বিশ্বকাপে পান্ডিয়াই পার্থক্য গড়ে দিতে পারেন, ‘তাঁর মাঝে খুব বেশি জয়ের ক্ষুধা আছে। যখন সে জাতীয় দল থেকে বাদ পড়ল, তখন আমি তাকে বলেছিলাম, এটাই তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষার সময়। দারুণ একটা বাউন্সার মারা কিংবা ছয় মেরে ম্যাচ জেতানোর চেয়েও কাজটা কঠিন ছিল। ওই মুহূর্তগুলো সে দারুণভাবে সামলেছে। এরপর আইপিএলে তাঁর পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। বিশ্বকাপে ভারতের ‘এক্স ফ্যাক্টর’ হয়ে উঠতে পারে পান্ডিয়াই।’
ব্যাটিং কিংবা বোলিং নয়, খেলার মাঝে পান্ডিয়ার মনোযোগ নিয়েই বেশি চিন্তায় রোডস, ‘আমি সবসময়ই তাঁর মনোযোগ নিয়ে চিন্তায় থাকতাম। হুটহাট গ্যালারি থেকে কেউ তাঁর সাথে সেলফি নিয়ে চলে আসে। কেউবা তাঁর চুলের স্টাইল নিয়ে কথা বলে। যখন দর্শক অনেক কিছু বলতে থাকে তখন মনোযোগ ধরে রাখাটা কঠিন। তবে পান্ডিয়া খেলাতেই সব মনোযোগ ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করে। ক্রিকেটার হিসেবে সে এই কয়েক মাসে আরও পরিণত হয়েছে। ম্যাচ শেষ করে আসার ব্যাপারে তাকে আরো সচেতন হতে হবে।’