• লা লিগা
  • " />

     

    'ভাগ্য ভাল রিয়ালে যোগ দেইনি': আলভেজ

    'ভাগ্য ভাল রিয়ালে যোগ দেইনি': আলভেজ    

    সেভিয়া থেকে মাত্র ১৯ বছর বয়সে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। ছিলেন আট বছর, এই সময়টায় নিজেকে কিংবদন্তীতুল্য উচ্চতায় নিয়ে গেছেন দানি আলভেজ। কিন্তু আলভেজ জানিয়েছেন, বার্সা নয়; আরেকটু হলেই রিয়াল মাদ্রিদেই যোগ দিতেন তিনি। তবে মাদ্রিদে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনও অনুতাপ নেই তার। বরং রিয়ালকে ফিরিয়ে দেওয়ায় তার ক্যারিয়ারের জন্য ভালোই হয়েছে বলে মনে করছেন আলভেজ।

    রিয়ালে যোগ না দেওয়ার সিদ্ধান্ত সঠিক মনে করলেও রিয়ালকে ছোট করেননি আলভেজ, 'সেভিয়া ছাড়ার সময় রিয়াল ইউরোপের অন্যতম সেরা দল ছিল। আমি কোনও ক্লাবের স্কোয়াডের শক্তি বাড়াতে বা বেঞ্চে বসে থাকতে চাইনি, যেটা রিয়ালে হওয়ার সম্ভাবনা বেশি ছিল। একই কারণে চেলসিকেও ফিরিয়ে দিয়েছিলাম।' অবশ্য বার্সায় যোগ দেওয়াটাই তার স্বপ্ন ছিল বলে জানিয়েছেন আলভেজ, 'ব্রাজিলের বয়সভিত্তিক দলগুলোতে খেলার সময়ই বার্সার হয়ে মাঠে নামার স্বপ্ন দেখতাম। সেজন্যই রিয়াল, চেলসি যেবার আমাকে নিতে উঠেপড়ে লেগেছিল; সেবার তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে সেভিয়াতেই থেকে গিয়েছিলাম।'

     

     

    স্বপ্ন তো ছিলই, সাথে বার্সার প্রজেক্টেও বিশ্বাসী ছিলেন আলভেজ, 'ফ্রাঙ্ক রাইকার্ড এবং সান্দ্রো রোসেলরা ইউরোপ এবং স্পেনে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য যে প্রজেক্ট সাজিয়েছিল, তা আমার কাছে দুর্দান্ত এবং প্রতিভাবান মনে হয়েছিল। আর রোনালদিনহো তো ছিলই। সব মিলিয়ে আমি জানতাম, ফর্ম ধরে রেখে খেলতে থাকলে বার্সা আমার জন্য প্রস্তাব জানাবেই। ঐ মৌসুমের বছরখানেক পরই তারা আমাকে দলে নিতে চায়। সেভিয়াও ততদিনে আমার গন্তব্য বদলের সিদ্ধান্ত জানত। সব মিলিয়ে বার্সায় যোগ দেওয়াটাই ছিল আমার ক্যারিয়ারের সেরা সিদ্ধান্ত।'

     

     

    বার্সার হয়ে ৮ বছরে মোট ২৬টি শিরোপা জিতেছিলেন আলভেজ। পেপ গার্দিওলার বার্সার 'হেক্সা'জয়ী দলের সদস্য ছিলেন তিনি। লা লিগা জিতেছেন ৬বার, চ্যাম্পিয়নস লিগ ঘরে তুলেছেন ৩বার। খুব সম্ভবত কাতালানদের সর্বকালের সেরা রাইটব্যাকও তিনিই।