• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    জেনে নিন উদ্বোধনী অনুষ্ঠানের সময়, ভেন্যু ও যা যা থাকছে

    জেনে নিন উদ্বোধনী অনুষ্ঠানের সময়, ভেন্যু ও যা যা থাকছে    

    ২০১১ বিশ্বকাপের সেই উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশের অন্তত সবার মনে থাকার কথা। ভারত, শ্রীলংকাতে ম্যাচ হলেও শুরুটা হয়েছিল ঢাকাতে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে রিকশায় চড়ে চমকে দিয়েছিলেন ধোনি, পন্টিং, সাকিবরা। এরপর অস্ট্রেলিয়া ঘুরে ক্রিকেট বিশ্বকাপ ফিরছে জন্মভূমি ইংল্যান্ডে। তবে এবার উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে এখন পর্যন্ত মুখে কুলুপ এঁটে রেখেছে আইসিসি। বলা হচ্ছে, এটা হবে এখন পর্যন্ত সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। কী চমক থাকবে, সেটা জানা যাবে বাংলাদেশ সময় রাত দশটাতেই।

     

    কাল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের ক্রিকেট বিশ্বকাপ। উদ্বোধনী অনুষ্ঠানটা শুরু হয়ে যাচ্ছে আজ (বুধবার) থেকে।  এখন পর্যন্ত যা জানা গেছে, বাকিংহাম প্যালেসকে পেছনে রেখে দ্য মলেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। চার হাজার লোকের টিকেটের ব্যবস্থা রাখা হয়েছে সেখানে, গান, খেলার পাশাপাশি থাকার কথা আরও বেশ কিছু বিনোদনের মাধ্যম। তবে বশ্বকাপে অংশ নেওয়া দেশের ক্রিকেটারদের কারও থাকার কথা নয়। এর মধ্যে সবাই প্রথম ম্যাচের জন্য যার যার ভেন্যুতে চলে গেছেন। সেজন্য এই অনুষ্ঠানে ডেকে তাদের ওপর বাড়তি চাপ দিতে চাইছে না আইসিসি।

     

    এখন পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে যা যা জানা গেছে

    • ব্যান্ড রুডিমেন্টাল মঞ্চে উঠতে পারে, তবে সদস্যদের সবাই সেখানে উপস্থিত নাও থাকতে পারেন।
    • সাধারণ দর্শকের জন্য চার হাজার ক্রিকেটের ব্যবস্থা রাখা হয়েছে।
    • বর্তমান খেলোয়াড়দের কেউ না থাকলেও প্রতিটি দেশের একজন কিংবদন্তি খেলোয়াড় ও একজন সেলিব্রিটি থাকবেন। ইংল্যান্ডের হয়ে যেমন থাকার কথা কেভিন পিটারসেন ও লাভ আইল্যান্ডের ক্রিস হিউজের।
    • সেন্ট্রাল লন্ডন, ওয়েস্টমিনিস্টারের দ্য মলে হবে উদ্বোধনী অনুষ্ঠান।
    • বাংলাদেশ সময় রাত দশটায় শুরু অনুষ্ঠান সরাসরি দেখানো হবে স্টার স্পোর্টসে।