কোচ হয়ে সেই আল সাদেই ফিরলেন জাভি
২০১৫ সালে বার্সেলোনা ছেড়ে যোগ দিয়েছিলেন কাতারের ক্লাব আল সাদ-এ। ক্যারিয়ারের শেষ ৪টি বছর এশিয়াতেই কাটিয়েছেন স্প্যানিশ কিংবদন্তী জাভি হার্নান্দেজ। গত সপ্তাহে আল সাদ-এর হয়েই পেশাদারি ক্যারিয়ারকে বিদায় জানিয়েছিলেন তিনি। সপ্তাহখানেক না পেরুতেই সেই আল সাদেই ফিরলেন জাভি, এবার কোচ হয়ে। স্প্যানিশ মিডফিল্ডারের সাথে ২ বছরের জন্য চুক্তি করেছে তারা।
১৪ জুলাই স্প্যানিশ ক্লাব জিরোনার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হবে আল সাদের প্রাক-মৌসুম। জাভির কোচিং ক্যারিয়ারও শুরু হবে একই দিনে। অবসর নেওয়ার দিনই কোচ হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন তিনি।
৪ বছর আগে 'ট্রেবল' জিতেই কাতালানদের বিদায় জানিয়েছিলেন জাভি। ২০০৯-১০ মৌসুমে পেপ গার্দিওলার 'হেক্সা'জয়ী দলেও ছিলেন তিনি। স্পেনের ইউরো এবং বিশ্বকাপ জেতা দলে মাঝমাঠের 'নিউক্লিয়াস' জাভি 'লা রোহা'দের বিদায় জানিয়েছিলেন ২০১৪ বিশ্বকাপের পরে।