মেসি-আর্জেন্টিনার ব্যর্থতা থেকে শিক্ষা নিতে বললেন ওবামা
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ফুটবল নিয়ে প্রতিদিন কথা বলেন না। তাই যেটাই বলেন সেটাই হয়ে যায় খবর। কলম্বিয়ার বোগোতাতে এক্সমা কনফারেন্সে যোগ দিয়ে তরুণদের উদ্দেশ্যে কথা বলতে গিয়ে ওবামা টেনে এনেছিলেন লিওনেল মেসি ও আর্জেন্টিনার উদাহরণ।
ফুটবলে যা কিছু জেতার তার সবকিছুই মেসির পায়ে লুটিয়েছে। কিন্তু জাতীয় দলেই কেমন যেন খেই হারিয়ে ফেলেন তিনি। ২০১৪ সালে বিশ্বকাপ জেতার খুব কাছাকছি গিয়েও শেষ পর্যন্ত ফিরেছিলেন হতাশ হয়ে। এরপর টানা দুই বছর কোপা আমেরিকার ফাইনালে তুলেছিলেন দলকে, কিন্তু একবারও আর্জেন্টিনার জার্সিতে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তার। মেসিকে সর্বকালের সেরা হতে হলে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিততে হবে বলে মনে করেন অনেকেই।
এই খবরগুলো যে ওবামারও অজানা নয় সেটাই বোঝা গেল তার মন্তব্যের পর। বোগোতার কনফারেন্সে তিনি বলেছেন, "এমনকি আমরা যাদের জিনিয়াস মনে করি তারাও বাকিদের সঙ্গে মিলে কাজ করে। যাতে একটা আলাদা স্টাইল তৈরি হয়। যদিও মেসি অসাধারণ, কিন্তু আর্জেন্টিনাতে তারা বিশ্বকাপ জিততে পারছে না এরপরও। তরুণদের জন্য আমার উপদেশ থাকবে তারা যাতে একটি কথা মনে রাখে। খুব অল্প লোকই কারও সাহায্য ছাড়া একা দারুণ কিছু করতে পারে।"
ক্লাবের হয়ে মৌসুম শেষ করে আর্জেন্টিনায় ফিরেছেন মেসি। কোপা আমেরিকার জন্য দলের সঙ্গে যোগ দিয়েছেন, চলছে অনুশীলন। ১৬ তারিখ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসির আর্জেন্টিনার আরেকটি কোপা মিশন।