• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    স্টেইন না থাকায় 'প্ল্যান-বি' নিয়ে ভাবছেন ডু প্লেসি

    স্টেইন না থাকায় 'প্ল্যান-বি' নিয়ে ভাবছেন ডু প্লেসি    

    কাঁধের চোটটা আবার ফিরে আসায় এবারের আইপিএলে তিনি খেলতে পেরেছেন মাত্র দুই ম্যাচ। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও মাঠে নামতে পারেননি দক্ষিণ আফ্রিকা পেসার ডেল স্টেইন। দুইদিন আগে দলের কোচ ওটিস গিবসন নিশ্চিত করেছিলেন, ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলবেন না স্টেইন, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তাঁকে নাও দেখা যেতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি বলেছেন, স্টেইনকে হারানো তাদের জন্য অনেক বড় ধাক্কা, স্টেইন না থাকায় ‘প্ল্যান-বি’ নিয়েই ভাবছেন তিনি।

    স্টেইনের সাথে লুঙ্গি এনগিদি ও কাগিসো রাবাদা, ডু প্লেসির প্রথম পছন্দ ছিলেন এই পেস ত্রয়ীই। কিন্তু স্টেইন না থাকায় ক্রিস মরিস কিংবা ডোয়াইন প্রেটোরিয়াসের মাঝে থেকেই কাউকে বেছে নিতে হবে তাঁকে।

    ডু প্লেসি স্বীকার করে নিলেন, স্টেইনের অভাবটা পূরণ হওয়ার নয়, ‘আমাদের দলের জন্য স্টেইনের ইনজুরি অনেক বড় একটা ক্ষতি। তবে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার সময় থেকেই এটা আমরা জানতাম যে সে পুরোপুরি ফিট নয়, ৬০ শতাংশের মতো ফিট। তাই আমরা এটাকে মেনে নিয়েছি। তবে ফিট স্টেইন আমাদের বোলিং আক্রমণকে অনেক বেশি শক্তিশালী করে তুলত। ইংল্যান্ডের বিপক্ষে আক্রমণভাগে ভারসাম্য আনতে তাই বেশ কিছু পরিবর্তন আনতে হবে।’

     

     

    স্টেইন না থাকায় বিকল্প কিছু নিয়েই ভাবনা ডু প্লেসির, ‘স্টেইন আমাদের দলের এক্স-ফ্যাক্টর ছিল। রাবাদা, এনগিদির সাথে সে থাকলে ইংলিশ কন্ডিশনে আমরা আরও ভয়ঙ্কর হতাম। এটাই আমাদের প্ল্যান-এ ছিল। এখন তো প্ল্যান-বি ও সি নিয়ে ভাবতে হবে। এমন কাউকে নিতে হবে যে উইকেট নিতে পারবে।’

    শেষ পর্যন্ত স্টেইনের বিকল্প হিসেবে কাকে নেবেন ডু প্লেসি, সেটা জানা যাবে আজ দুপুরেই।