• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    জয়ের ব্যাপারে অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে বারণ মরগানের

    জয়ের ব্যাপারে অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে বারণ মরগানের    

    বিশ্বকাপের আগে যত বিশ্লেষণ এসেছে, তার প্রায় সবকয়টিতেই ফেভারিট বলা হয়েছে তাঁদেরই। ঘরের মাঠে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড, সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটারদের বিশ্বাস এমনটাই। সমর্থকরাও হয়ত মানছেন এটা। তবে ইংলিশ অধিনায়ক এই ব্যাপারে একটু সতর্কই আছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগে সাংবাদিকদের মরগান বলছেন, ইংল্যান্ড দলের কেউ যেন জয়ের ব্যাপারে ‘অন্ধবিশ্বাসী’ না হয়ে ওঠে, সেই দিকে বিশেষ নজর রাখছেন তিনি।

    গত চার বছর ধরেই দুর্দান্ত ক্রিকেট খেলছে ইংল্যান্ড। ওয়ানডে র‍্যাংকিংয়ের এক নম্বর দল হয়েই বিশ্বকাপে খেলতে এসেছে তারা। গত বিশ্বকাপের পর থেকে ৩৮ বার ওয়ানডেতে ৩০০ রান পেরিয়েছে ইংল্যান্ড। ব্যাটসম্যানদের পাশাপাশি তাঁদের বোলাররাও আছেন দারুণ ফর্মে। পারফরম্যান্সের সাথে যোগ হয়েছে ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধাও।  

    মরগান দলের সবাইকে সতর্ক করছেন, জয়ের ব্যাপারে যেন কেউ অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়, ‘সবাই ফেভারিট বললেও আমাদের অনেক কাজ বাকি আছে। অনেকেই আমাদের হারাবে, সেখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। আমরা যদি অন্ধভাবে বিশ্বাস করি যে সামনে কোন বাধা নেই, তাহলে সেটা মোটেও ভালো হবে না। টুর্নামেন্ট এগিয়ে যাওয়ার সাথে সাথে যেসব চ্যালেঞ্জ আসবে, সেটার মোকাবেলা করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। হয়ত শুরুতেই আমরা পাঁচ উইকেট হারিয়ে ফেলতে পারি। ১৫০ রানের লক্ষ্যে ব্যাটিং নেমে ১০০ রানে আট উইকেট হারাতে পারি, এরকম অনেক পরীক্ষাই দিতে হবে।’

     

     

    বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড। আজকের ম্যাচের আগে যথেষ্ট আত্মবিশ্বাসী মরগান, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচ বরাবরই একটু অন্যরকম। সবকিছুই চ্যালেঞ্জিং হবে। এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমরা প্রস্তুত। ড্রেসিংরুমে এই আত্মবিশ্বাসটা আছে। নিজের সামর্থ্য আমরা জানি। জয়ের ব্যবধান যাই হোক না কেন, আমরা শুধু জিততে চাই।’