থাইয়ের ব্যথার পরও ওয়ার্নারের খেলা নিয়ে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া
ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর থেকেই থাইয়ে ব্যথা অনুভব করছিলেন তিনি। এই ব্যথার কারণেই শ্রীলংকার বিপক্ষে অস্ট্রেলিয়ার শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারেননি ডেভিড ওয়ার্নার। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেও খেলতে পারবেন কিনা, সেটা নিয়েও জেগেছিল সংশয়। তবে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন ওয়ার্নার।
পায়ের ওপরের অংশের তীব্র ব্যথার জন্য বেশ কয়েকদিন অনুশীলনও করেননি ওয়ার্নার। শ্রীলংকার বিপক্ষে ম্যাচে বিশ্রামে ছিলেন। গতকাল ব্রিস্টলে ব্যাট হাতে কিছুক্ষণ সময় কাটিয়েছেন নেটে। তবে দলের অন্যদের সাথে ফিল্ডিংয়ের অনুশীলন করেননি তিনি।
তবে অনেকের ধারণা, ব্যথা নয়, ব্রিস্টলের অতিরিক্ত ঠাণ্ডা ও স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণেই ওয়ার্নারকে ফিল্ডিং করিয়ে ঝুঁকি নিতে চায়নি অস্ট্রেলিয়া। গতকাল ব্রিস্টলের তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে আজ ও কাল ব্রিস্টলেই অনুশীলন করবে অস্ট্রেলিয়া দল। এই দুইদিনে ওয়ার্নার কীভাবে অনুশীলনে অংশ নেন, সেইদিকেই দৃষ্টি থাকবে দলের ফিজিওদের।
অস্ট্রেলিয়ার মেডিকেল দল অবশ্য আত্মবিশ্বাসী, হালকা ব্যথা থাকলেও আফগানদের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন ওয়ার্নার। তবে সেই ম্যাচে কোন পজিশনে নামবেন, সেটাই এখন বড় প্রশ্ন। শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ওপেনিংয়ে নেমে ৮৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন উসমান খাওয়াজা। কোচ জাস্টিন ল্যাঙ্গার শেষ পর্যন্ত অ্যারন ফিঞ্চ, খাওয়াজা ও ওয়ার্নারের মাঝে কোন দুইজনকে ওপেনিংয়ে খেলাবেন, সেটার জন্য অপেক্ষা করতে হবে পরশু পর্যন্ত।