নেট সেশন: দুই 'রহস্য' দলের রান উৎসব?
বিশ্বকাপ, দ্বিতীয় ম্যাচ
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ
কবে কখন
৩১ মে, শুক্রবার।
বাংলাদেশ সময় বিকেল ৩.৩০
ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, ফাখার জামান, বাবর আজমরা খেলবেন ট্রেন্টব্রিজে। সেই ট্রেন্টব্রিজ, যেখানে ইংল্যান্ড ওয়ানডেতে প্রায় ৫০০ করেই ফেলেছিল। এই ম্যাচ কতটা রোমাঞ্চ ছড়াতে পারে? এই ম্যাচ নিয়ে আলাদা আগ্রহ থাকবে অন্য কারণে।
পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ এমন একটা দল, যাদের নিয়ে আগে থেকে কিছু বলাটাই মুশকিল। পাকিস্তানের ‘আনপ্রেডিক্টেবল’ তকমা আজকের নয়, সেটা একরকম হ্যাশ্যটাগই হয়ে গেছে তাদের। ওয়েস্ট ইন্ডিজের এই দলের ক্ষেত্রেও কথাটা কিছুটা খেটে যাচ্ছে। গেইল, রাসেল, হেটমেয়ার, লুইসরা নিজেদের দিনে কী করতে পারেন সেটা সবাই জানেন। টি-টোয়েন্টি হলে এই বিশ্বকাপে বাজি ধরার লোক অনেক বেশিই খুঁজে পাওয়া যেত। কিন্তু ওয়ানডে বলেই আগে থেকে কিছু বলা যাচ্ছে না। তারা ১০০ রানে অলআউটও হতে পারে, আবার ৪০০ও করে ফেলতে পারে। প্রস্তুতি ম্যাচেই তো নিউজিল্যান্ডের বিপক্ষে হেসেখেলে ৪০০ পেরিয়ে গেল।
বরং দুই দলের চিন্তার জায়গা থাকবে বোলিংয়েই। পাকিস্তান ইংল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচে ৩৪০ পেরিয়ে গিয়েও বোলারদের জন্য তেমন কোনো লড়াই-ও করতে পারেনি। শেষ পর্যন্ত জুনাইদ, ফাহিম আশরাফদের জায়গায় নিয়ে আসা হয়েছে আমির, ওয়াহাবদের। ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মূল বোলারদের মধ্যে শুধু ওশান টমাসই ছিলেন না, বাকিরা কেউই ধারাবাহিক ছিলেন না। প্রশ্ন আছে স্পিন আক্রমণ নিয়েও।
দুই দলের কেউই ঠিক শিরোপাপ্রত্যাশী নয়। তবে সেমিফাইনালে যাওয়ার আশা দুই দলেরই আছে। এই ম্যাচ সেই পথের শুরুটাও ঠিক করে দিতে পারে।
রঙ্গমঞ্চ
ট্রেন্টব্রিজ, নটিংহাম
বিশ্বকাপে যেসব ভেন্যুতে ৫০০ রান হওয়ার সম্ভাবনা আছে, তার মধ্যে শুরুর দিকেই থাকবে ট্রেন্টব্রিজে। কাল আকাশে মেঘ থাকলেও বৃষ্টির আনাগোনা থাকা র সম্ভাবনা কম। তবে মেঘ থাকায় কিছুটা সুইং থাকতে পারে। আমির, রোচরা এখনই নিশ্চয়ই শান দেওয়া শুরু করেছেন।
লড়াইয়ের মাঝে লড়াই
মোহাম্মদ আমির- ক্রিস গেইল
চোট কাটিয়ে ফেরার কথা আমিরের, আর সেটা হলে নতুন বল হাতে নেবেন তিনিই। তথ্যটা আপনার কাছে নতুনই শোনাতে পারে, ক্রিস গেইলকে কখনো ওয়ানডেতে বল করেননি আমির। দুজনের লড়াইটা ভালোই জমার কথা!
যাদের ওপর চোখ
বাবর আজম
পাকিস্তানের এই দলের ব্যাটিংয়ে সবচেয়ে বড় ভরসা। ইংল্যান্ডের মাত্রই শেষ হওয়া সিরিজে সেঞ্চুরি পেয়েছেন, সিরিজে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রানও ছিল তাঁর। সেঞ্চুরি পেয়েছেন আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও, ইংলিশ কন্ডিশনের জন্য মানিয়ে নিয়েছেন দারুণ। ৬৪ ম্যাচে এর মধ্যে নয়টি সেঞ্চুরি পেয়ে গেছেন, এই বিশ্বকাপে নিশ্চয় সংখ্যাটা আরও বাড়িয়ে নিতেই চাইবেন।
আন্দ্রে রাসেল
গত বিশ্বকাপের পর থেকে চার বছরে খেলেছেন মাত্র একটি ওয়ানডে। পাকিস্তানের বিপক্ষেই খেলেছেন মাত্র তিনটি ওয়ানডে। প্রতিপক্ষের মতো ফরম্যাটটাও অচেনা লাগতে পারে রাসেলের। তবে প্রস্তুতি ম্যাচে ২৫ বলে ৫৪ রান করে রাসেল আভাস দিয়েছেন, চ্যালেঞ্জটা নিতে তিনি প্রস্তুত।
সম্ভাব্য একাদশ
পাকিস্তান
সংবাদ সম্মেলনে সরফরাজ বলেছেন, আমির ফিট। প্রথম ম্যাচ থেকেই খেলার সম্ভাবনা বেশি আমিরের।
ইমাম উল হক, ফাখার জামান, বাবর আজম, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলী, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমীর, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি
ওয়েস্ট ইন্ডিজ
শ্যানন গ্যাব্রিয়েল না ওশান টমাস, এটাই বোধ হয় হতে পারে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় প্রশ্ন।
ক্রিস গেইল, এভিন লুইস, শেই হোপ, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমেয়ার, আন্দ্রে রাসেল, জ্যাসন হোল্ডার (অধিনায়ক), অ্যাশলি নার্স, কেমার রোচ, ওশান টমাস, শেলডন কটরেল।
সংখ্যার খেলা
- বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১ ম্যাচ খেলে মাত্র তিনটিতে জিততে পেরেছে পাকিস্তান
- তবে ইংল্যান্ডের মাঠে সর্বশেষ ১৯৯৯ বিশ্বকাপে জিতেছিল পাকিস্তানই