• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    স্মিথ-ওয়ার্নারকে দুয়ো না দিতে ল্যাঙ্গারের অনুরোধ

    স্মিথ-ওয়ার্নারকে দুয়ো না দিতে ল্যাঙ্গারের অনুরোধ    

    তাঁদের দুইজনকে যেন দুয়ো না দেওয়া হয়, ইংলিশ সমর্থকদের সেই অনুরোধটা করেছিলেন খোদ ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলি। বল টেম্পারিং কেলেঙ্কারির পর এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আজ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। নিজেদের প্রথম ম্যাচের আগে অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গারও ইংলিশ দর্শকদের অনুরোধ করেছেন, ব্রিস্টলে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে স্মিথ-ওয়ার্নারকে যেন তারা দুয়ো না দেন।

    সাউদাম্পটনের ইংল্যান্ডের বিপক্ষে গত সপ্তাহের প্রস্তুতি ম্যাচে দুয়ো শুনেছেন স্মিথ-ওয়ার্নার দুজনই।স্মিথ অবশ্য দুয়োর জবাবটা দিয়েছেন দারুণ এক সেঞ্চুরি করেই। সেঞ্চুরির পর দর্শকের হাততালিও পেয়েছেন তিনি।

     

     

    সাউদাম্পটনের সেই ঘটনার পুনরাবৃত্তি ব্রিস্টলে দেখতে চাইছেন না ল্যাঙ্গার, ‘এই ব্যাপারটা নিয়ে অনেক কথা হয়েছে, আমরা জানি এরকম কিছুই হবে। যখন এমনটা হয়, সেটা গ্রহণ করা সহজ কাজ না, এ নিয়ে যত কথাই বলা হোক না কেন। তাঁরাও তো মানুষ, এটাই সবচেয়ে বড় সত্য। এখানেই আমার কষ্টের জায়গাটা বেশি। আমি একজন পিতা, আমারও সন্তান আছে। ক্রিকেটাররাও আমার সন্তানের মতো। যখন এমন কিছু হয়, ব্যক্তিগতভাবে আমার খুবই খারাপ লাগে। তাঁদের এই ব্যাপারে ‘মোটা চামড়ার’ অধিকারী হতে হবে! মানুষের উচিত তাদের সম্মান দেখানো। তারা ভুল করেছে, এটার শাস্তিও ভোগ করেছে, অনেক বড় শাস্তি। তাঁদের জন্য আমার বেশি খারাপ লাগে।’

    শুধু স্মিথ-ওয়ার্নার নয়, যেকোন দলের ক্রিকেটার দর্শকের দুয়ো শুনলেই কষ্ট হয় ল্যাঙ্গারের, ‘হ্যাম্পশায়ারের আগের ম্যাচের অভিজ্ঞতার পর সবাই বুঝে গেছে তাঁদের সামনে কী অপেক্ষা করছে। কোন মানুষই এটা পছন্দ করে না। পেশাদার ক্রিকেটার হিসেবে তারা খেলায় মন দেবে এটাই চাই। কেউ এরকম দুয়োর শিকার হোক, সেটা আমি দেখতে চাই না। সেই ক্রিকেটার যে দলের হয়েই খেলুক। এটা ক্রিকেটীয় চেতনার পরিপন্থী।’

    আজ সন্ধ্যা ৬.৩০ টায় আফগানদের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।