• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    শ্রীলংকার বিপক্ষে থাকছেন না সাউদি?

    শ্রীলংকার বিপক্ষে থাকছেন না সাউদি?    

    শ্রীলংকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে মাঠে নামা অনেকটাই নিশ্চিত ছিল তাঁর। তবে ইনজুরির কারণে আজ বেঞ্চে বসেই কাটিয়ে দিতে হতে পারে কিউই পেসার টিম সাউদিকে। লংকানদের বিপক্ষে কার্ডিফের ম্যাচে পায়ের মাংসপেশীর ইনজুরির কারণে খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে সাউদির।

    ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন সাউদি, নিউজিল্যান্ডের জয়ের দিনে ২৬ রানে নিয়েছিলেন এক উইকেট। এরপর কার্ডিফে এসে দলের প্রথম অনুশীলন সেশনে বোলিং করেছেন তিনি। সেই সেশনের শেষভাগেই ডান পায়ের মাংসপেশীতে টান লাগে তাঁর। এরপর থেকে আর অনুশীলনে বোলিং করেননি তিনি।

    শ্রীলংকার বিপক্ষে ম্যাচের আগে গতকাল দলের শেষ অনুশীলনেও বোলিং না করায় সাউদির খেলা নিয়ে জেগেছে সংশয়। তিনি কখন পুরোপুরি সুস্থ হবেন, সেই ব্যাপারে নিশ্চিত করতে পারেনি নিউজিল্যান্ড। তাঁর জায়গায় আজ খেলতে পারেন ম্যাট হেনরি। ট্রেন্ট বোল্টের সাথে দ্বিতীয় পেসার হিসেবে থাকবেন হেনরি।

     

     

    সাউদির মতো ইনজুরির কারণে খেলা নিয়ে সংশয়ে আছেন হেনরি নিকলসও। মার্টিন গাপ্টিলের সাথে তাঁর ওপেনিংয়ে নামার কথা থাকলেও বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে সেটা নাও হতে পারে। এই ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রাক বিশ্বকাপ আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তিনি। পরে অবশ্য ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিলেন নিকলস। ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচের পর আবার নতুন করে ফিরে এসেছে সেই ইনজুরিটা।

    শেষ পর্যন্ত সাউদি, নিকলস খেলবেন কিনা, সেটা জানা যাবে আর কয়েক ঘণ্টা পরেই।