কোহলি-ওয়ার্নারদের কাছ থেকে 'স্পেশাল' ব্যাট পেয়েছেন রশিদ
বোলিংটাই তাঁর মূল কাজ। ব্যাট হাতে রশিদ খান কত রান করলেন, সেটা নিয়ে হয়ত কেউ খুব একটা মাথা ঘামান না। আফগানিস্তান স্পিনার রশিদ অবশ্য নিজে এই ব্যাপারে খুবই মনযোগী। ইংল্যান্ড বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে তিনি বলছেন, বিরাট কোহলি-ডেভিড ওয়ার্নারদের কাছ থেকে পাওয়া ‘বিশেষ ব্যাটে’ রান তুলেই দলের জয়ে ভূমিকা রাখতে চান।
৫৯ ওয়ানডেতে রশিদের রান ৭৪৮, গড় ২২.৮০, ফিফটি আছে চারটি। রশিদের সর্বোচ্চ স্কোর ৬০ রান। এই মুহূর্তে তাঁর কিটব্যাগে আছে দশটি ব্যাট। রশিদ জানালেন, এদের মাঝে বেশ কয়েকটি ব্যাট একটু ‘স্পেশাল’, ‘ব্যাটিং কৌশল শেখার জন্য আপনার কাছে ভালো ব্যাট থাকতে হবে। অন্য কয়েকটি দেশের ক্রিকেটারদের ব্যাটও আমার কাছে আছে। কোহলি, ওয়ার্নার, লোকেশ রাহুলের একটি করে ব্যাট আছে। এগুলো আমার জন্য খুবই স্পেশাল। আশা করি এই ব্যাট বিশ্বকাপে আমাকে রান পেতে সাহায্য করবে।’
এই আইপিএলেই কোহলি তাঁর ব্যাট দিয়েছিলেন রশিদকে। তবে কোহলির দেওয়া সেই ব্যাটটা আর রশিদের কাছে নেই! কীভাবে হাতছাড়া হলও এই ‘মূল্যবান’ ব্যাট? আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে এই ব্যাট দিয়েই কেভিন ও’ব্রায়েনকে দুটি ছক্কা মেরেছিলেন। এই ঘটনার পরেই হাতছাড়া হয় তাঁর ব্যাটটি, ‘আয়ারল্যান্ডের সাথে আমি চার মারতে গিয়েছিলাম ও’ব্রায়েনের বলে। সেটা ছয় হয়ে যায়! আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না! কয়েক বল পর আবার একই ব্যাপার ঘটে। তখন আমি ভাবলাম, এই ব্যাটে নিশ্চয়ই কিছু একটা আছে! সব বলেই ছয় মারতে পারব, এমনটাই মনে হচ্ছিল। তবে প্যাভিলিয়নে ফেরার পর আসগর আফগান আমাকে বলে ব্যাটটা তাঁকে দিয়ে দিতে! তাঁকে আসলে মানা করতে পারিনি, বলেছিলাম, ‘তোমার ইচ্ছা’। সে ততক্ষণে আমার ব্যাটটা তাঁর ব্যাগে ঢুকিয়ে ফেলেছে!’
রশিদ খান অবশ্য আশা করছেন, আসগর তাঁকে ওই ব্যাটটা বিশ্বকাপেই ফেরত দেবেন, ‘সে তো ব্যাটটা নিয়েছে। আশা করি সেটা দিয়ে রান পাবে না, এরপর আমাকে ফেরত দিয়ে দেবে! আমি প্রতি মুহূর্তেই ব্যাটিং নিয়ে কাজ করছি। আধুনিক ক্রিকেটে লোয়ার অর্ডারে নামা ব্যাটসম্যানদেরও দায়িত্ব থাকে ম্যাচ জিতিয়ে আনার।’
আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে কি ব্যাট হাতে কিছু করে দেখাতে পারবেন রশিদ?