• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    ডি কক জানেন বাংলাদেশ কতটা ভালো খেলে

    ডি কক জানেন বাংলাদেশ কতটা ভালো খেলে    

    ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে জয়ের আশা দেখাচ্ছিলেন তিনিই। ওপেনিংয়ে নেমে কুইন্টন ডি ককের ৭৪ বলে ৬৮ রানের ইনিংসটা অবশ্য জয়ের জন্য যথেষ্ট হয়নি প্রোটিয়াদের। বেন স্টোকসের অলরাউন্ড পারফরম্যান্সে ১০৪ রানের হার দিয়েই বিশ্বকাপ শুরু করতে হয়েছে ফাফ ডু প্লেসিদের। নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবেন ডি ককরা। সাকিব-মাশরাফিদের মুখোমুখি হওয়ার আগে ডি কক সতর্ক করছেন, বাংলাদেশ কতটা ভালো খেলে সেটা সবার মনে রাখা উচিত।

    ২০০৭ বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকাকে ৬৭ রানে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল বাংলাদেশ। তখনো অভিষেক হয়নি ডি ককের। বাংলাদেশের সাথে সব মিলিয়ে খেলেছেন ছয়টি ওয়ানডে, ৬৬.২০ গড়ে করেছেন ৩৩১ রান। ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসে খেলেছেন তিনটি ম্যাচ। সেই সিরিজটা একদমই ভালো কাটেনি তাঁর, তিন ম্যাচে করেছিলেন ৪৪ রান। ২০১৭ সালে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ডি কক ছিলেন দুর্দান্ত। কিম্বারলিতে খেলেছিলেন ১৮৮ বলে ১৬৮ রানের দারুণ এক ইনিংস, ছিলেন অপরাজিতও। পরের ম্যাচে করেছিলেন ৪৬, শেষ ম্যাচে রান ছিল ৭৩।

     

     

    বিশ্বকাপ শুরুর আগে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছেন মাশরাফিরা। বাংলাদেশের সাথে আছে ২০০৭ বিশ্বকাপে প্রোটিয়াদের বিপক্ষে সেই জয়ের স্মৃতিও। ওভালে বাংলাদেশের বিপক্ষে তাই জয় পাওয়াটা সহজ হবে না বলেই মানছেন ডি কক, ‘ওভালের উইকেট কেমন আচরণ করছে, সেটা আমরা আগের ম্যাচেই দেখেছি। তাই নিজেদের খেলার উন্নতি করতে হবে। কিন্তু আমাদের খেলাটা বাংলাদেশের সাথে। আমরা সবাই জানি তারা কতটা ভালো খেলে। তাঁদের দলটা খুবই ভালো। আমাদের নিজেদের সেরাটা দিয়েই জিততে হবে।’

    ইংল্যান্ডের বিপক্ষে হারের হতাশা ভুলে বাংলাদেশের বিপক্ষেই ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ডি কক, ‘আমাদের কোথায় কোথায় ভুল হয়েছে সেটা নিয়ে আলোচনা করতে হবে। বোলিং ও ব্যাটিং দুই বিভাগেই ইংল্যান্ড আমাদের চাপে রেখেছিল। এখন বাংলাদেশের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে।’

    প্রথম ম্যাচেই ১০৪ রানের বড় হার। এমন শুরু নিশ্চয়ই চাননি দক্ষিণ আফ্রিকার কেউই। ডি কক জানালেন, শুরুটা খারাপ হলেও শেষটা ভালো হলেই খুশি তাঁরা, ‘এটা তো কেবল শুরু। টুর্নামেন্ট কীভাবে শুরু করলেন সেটা খুব বেশি বড় ব্যাপার না। কীভাবে শেষ করবেন সেটাই আসল।’