সরফরাজের মতো ‘মোটা ও আনফিট’ অধিনায়ক আর দেখেননি শোয়েব!
ওয়েস্ট ইন্ডিজের সাথে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান গুটিয়ে গেছে মাত্র ২১.৪ ওভারেই। তাদের দেওয়া ১০৬ রানের লক্ষ্যটা ক্রিস গেইলরা টপকে গেছেন ১৩.৪ ওভারে। পাকিস্তানের এমন হারের পর কম সমালোচনা শুনতে হয়নি অধিনায়ক সরফরাজ আহমেদকে। সাবেক পাকিস্তান পেসার শোয়েব আখতার অবশ্য বলছেন একটু ভিন্ন কথা। তার মতে, সরফরাজের মতো ‘মোটা ও আনফিট’ অধিনায়ক তিনি কখনোই দেখেননি!
ক্যারিবিয়ানদের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের হারের পর এই নিয়ে টানা এগারো ওয়ানডেতে হারল সরফরাজের দল। পাকিস্তানের ম্যাচের পর এক ভিডিওবার্তায় শোয়েব বলছেন, আনফিট সরফরাজকে দেখে বিস্মিত তিনি, ‘যখন সরফরাজ টস করতে এলো, তার পেট তো জার্সি থেকে বের হয়ে আসছিলো! তার মুখও অনেক ফোলা ছিল। সেই প্রথম অধিনায়ক যাকে দেখে এত বেশি আনফিট মনে হয়েছে। কিপিংয়ের সময় সে তো নড়তেই পারছিল না!’
প্রথম ম্যাচ হারলেও এখনই পাকিস্তানকে বাতিলের খাতায় ফেলতে চান না শোয়েব, ‘এটা প্রথম ম্যাচ ছিল। সেই ম্যাচের ফলাফল নিয়ে আমরা সবাই হতাশ, ক্ষুব্ধ। পাকিস্তান দলটা দেখে মনে হচ্ছে তাঁরা একতাবদ্ধ না, কিছু জিততেও চায় না। কিন্তু এটাকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের উচিত তাদের পাশে থাকা।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিনিয়র সদস্য শোয়েব মালিককে মাঠে নামায়নি পাকিস্তান। একাদশ নির্বাচন নিয়েও খুশি নন শোয়েব, ‘আমি একাদশ নির্বাচন নিয়ে কিছুই বুঝে উঠতে পারিনি। তাঁরা মালিককে দলে নেয়নি! পাকিস্তানকে এসব ব্যাপারে মনযোগী হতে হবে। অন্তত জয়ের ক্ষুধাটা তো থাকতে হবে।’