• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    'পাকিস্তান ইংল্যান্ডকে হারালে সেটা 'অঘটন' হবে না'

    'পাকিস্তান ইংল্যান্ডকে হারালে সেটা 'অঘটন' হবে না'    

    প্রথম ম্যাচে দুই দলের ফলাফলের চিত্র ছিল পুরোপুরি উল্টো। একদিকে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে ইংল্যান্ড, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের সাথে ২১.৪ ওভারে ১০৫ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ট্রেন্টব্রিজে মুখোমুখি অইন মরগান ও সরফরাজ আহমেদের দল। ম্যাচের আগে দলের অনুশীলনের পর পাকিস্তানের বোলিং কোচ আজহার মাহমুদ বলছেন, প্রথম ম্যাচের ফলাফল যেমনই হোক, ১০টা ভালো বলই ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য যথেষ্ট হবে। আর পাকিস্তান যদি জিতেই যায়, তাহলে সেটা ‘অঘটন’ হবে না।

    ট্রেন্টব্রিজের এই পিচেই গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড ৪৮১ রানের পাহাড় গড়েছিলেন ইংলিশ ব্যাটসম্যানরা। আজহার জানালেন, তাদের বোলাররা এমন কিছু হতে দেবেন না, ‘তাদের ব্যাটিং লাইনআপ বিশ্বসেরা। কিন্তু আমরাও আমাদের শক্তিটা জানি। এই পিচেই ৪৮১ রানের রেকর্ড হয়েছিল। তবে সেটার জন্য তো তাদের ৩০০ বল খেলতে হবে! আমাদের শুধু দশটা ভালো বল করলেই হবে। সেই যোগ্যতা আমাদের আছে, আমরা সেটাই করতে চাই।’

    গত ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে হারে এই নিয়ে টানা এগারো ম্যাচে জয়হীন পাকিস্তান। ইংল্যান্ডের কাছে কিছুদিন আগেই ৪-০ তে সিরিজ হেরেছেন সরফরাজরা। তবুও আজহারের মতে আজ ইংল্যান্ডকে হারাতে পারলে সেটা ‘অঘটন’ হবে না, ‘আমরা তাদের হারাতে পারি, এটা কখনোই অঘটন হবে না। ওয়ানডে সিরিজের দিকে তাকালে দেখবেন, আমরা তাদের চেয়ে খুব বেশি পিছিয়ে ছিলাম না। তাঁরা ১৪৩০ রানের মতো করেছিল, আমরা ১৩৭০। আমরা শুধু ৭০ রান পিছিয়ে ছিলাম। আমাদের ফিল্ডিং ভালো ছিল না, অনেক এক্সট্রা রান দিয়েছে সবাই। সাথে যোগ হয়েছিল অনভিজ্ঞ বোলিং। আমরা জানি ইংল্যান্ড কী করতে পারে, ইংল্যান্ডও জানে আমরা কী করতে পারি।’

     

     

    ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতেও প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান। সেবারের মতো এই টুর্নামেন্টেও ঘুরে দাঁড়াবে দল, বিশ্বাস আজহারের, ‘একটা জয় পেলেই সবকিছু বদলে যাবে। চ্যাম্পিয়নস ট্রফিতেও আমরা প্রথম ম্যাচ হারার পর ঘুরে দাঁড়িয়ে শিরোপা জিতেছিলাম। বড় টুর্নামেন্টে যখনই আমরা হেরেছি, তখনই ঘুরে দাঁড়িয়েছি।’

    পাকিস্তান কি পারবে এবারও ঘুরে দাঁড়াতে?