কোপার স্কোয়াডে আর্জেন্টিনার চমক
মিডফিল্ডার এজেকুইল প্যালাসিওসের ইনজুরির কারণে ১৪ জুন থেকে ব্রাজিলে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকায় আর্জেন্টিনার ২৩ জনের স্কোয়াডে পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। সুযোগ পেয়েছেন সাবেক সেভিয়া মিডফিল্ডার গুইদো পিৎজারো। মজার বিষয় হল, স্ক্যালোনির প্রাথমিক ৪০ জনের স্কোয়াডেই ছিলেন না তিনি। পিৎজারোর মূল স্কোয়াডে সুযোগ পাওয়াটা তাই হয়তো ধরা যেতে পারে চমক হিসেবেই।
রিভার প্লেটের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়ে আর্জেন্টিনার জার্সিতে প্রথম টুর্নামেন্ট খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে প্যালাসিওসের। তার ইনজুরির পর স্কোয়াডে বিকল্প হিসেবে মানুয়েল লানজিনি, এরিক লামেলাদের নামই শোনা যাচ্ছিল বেশ জোরেশোরে। কিন্তু শেষ পর্যন্ত পিৎজারোতেই আস্থা রাখছেন স্ক্যালোনি। ঠিক কী কারণে প্রাথমিক ৪০ জনের বাকি ১৭ জনের কাউকে না ডেকে পিৎজারোকেই নেওয়া হল স্কোয়াডে, সে ব্যাপারে অবশ্য এখনও কিছু জানাননি স্ক্যালোনি।
সুযোগটা হয়তো প্রাপ্যই ছিল পিৎজারোর। ২০১৭ সালে অভিষেকের পর সে বছরই আর্জেন্টিনার কোপা আমেরিকা সেন্টেনারিওর প্রাথমিক স্কোয়াডে থাকলেও সুযোগ মেলেনি মূল টুর্নামেন্টে। গত বছর রাশিয়া বিশ্বকাপের ৩৫ জনের প্রাথমিক স্কোয়াডে থেকেও ডাক পাননি মূল স্কোয়াডে। ক্যারিয়ারের সেরা ফর্ম নিয়েই হয়তো ব্রাজিল যাচ্ছেন পিৎজারো। গত মৌসুমে টিগ্রেসের হয়ে জিতেছেন মেক্সিকান লিগ, সুযোগ পেয়েছিলেন মেক্সিকান লিগের সেরা একাদশেও। ১৯৯৩-এর পর কোপা আমেরিকার শিরোপা ছুঁয়ে দেখা হয়নি আর্জেন্টিনার। শেষ দুই কোপার ফাইনালে খেললেও পেনাল্টিতে হেরে দুবারই শিরোপা হারাতে হয়েছে চিলির কাছে।