• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    'পেশাদার' ভারতে প্রোটিয়াদের হারের হ্যাটট্রিক

    'পেশাদার' ভারতে প্রোটিয়াদের হারের হ্যাটট্রিক    

    লাইভস্কোর দেখুন


    দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ২২৭/৯ (মরিস ৪২, ডু প্লেসি ৩৮; চাহাল ৪/৫১, বুমরা ২/৩৫)

    ভারত ৪৭.৩ ওভারে ২৩০/৪ (রোহিত ১২২*, ধোনি ৩৪; রাবাদা ২/৩৯)

    ফলঃ ভারত ৬ উইকেটে জয়ী


    ভারত যখন প্রথম ম্যাচ খেলতে নেমেছে তার আগে দক্ষিণ আফ্রিকা খেলে ফেলেছে দুইটি ম্যাচ। সেই দুইটিও হেরেছে, আজ শুরু থেকেই ব্যাকফুটে ছিল দক্ষিণ আফ্রিকা। ২২৮ রানের লক্ষ্যটা ধীরস্থিরভাবেই তাড়া করেছে ভারত, অনেকটা ক্লাসিক ওয়ানডের রান তাড়ার মতোই। সেজন্য ৪৮ ওভার পর্যন্ত খেলতে হলেও আসলে ম্যাচের ফল নিয়ে খুব একটা সংশয় ছিল না। বলা ভালো, সেটা হতে দেননি রোহিত শর্মা।

    বিশ্বকাপ মানেই এবার রান উৎসব হবে যারা ধরে নিয়েছেন তাদের ভুলটা এতক্ষণে ভেঙে যাওয়ার কথা। আজ সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলেও যেমন উইকেটটা ছিল বোলার বান্ধব। দুই পেসার জাসপ্রিত বুমরা ও ভুবনেশ্বর কুমার শুরু থেকেই ভুগিয়েছেন আফ্রিকাকে। আমলাকে আউট করে প্রথম ব্রেকথ্রু দিয়েছেন বুমরা। তবে বড় ধাক্কাটা দিয়েছেন কুইন্টন ডি কককে আউট করে। তার পেছনে কোহলিরও অবদান আছে, তৃতীয় স্লিপ রেখে নিজেই সেখানে নিয়েছেন দারুণ এক ক্যাচ।

    ২৪ রানের মধ্যে ২ উইকেট পড়ার পর ফাফ ডু প্লেসি ও জেসি ফন ডার ডুসেন একটু প্রতিরোধের চেষ্টা করেছিলেন। কিন্তু ৭৮ রানে ভাঙে দুজনের জুটি, সেটি নিয়েছেন যুঝভেন্দ্র চাহাল। দু রিস্ট স্পিনারের শোয়ের শুরু তখনই। সেই ওভালেই চাহালের বলে আউট ডু প্লেসি, ৮০ রানে ৪ উইকেট নেই আফ্রিকার। ডুমিনিও কুলদীপের বলে ফিরে গেলে ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা।

     

     

    এরপর মিলার ও ফেহলেকায় একটু আশা দেখাচ্ছিলেন। কিন্তু দুজনের ৩৬ রানের জুটিটা ভেঙেছেন চাহালই, মিলার তাঁকে দিয়েছেন ফিরতি ক্যাচ। ফেহলেকায়োও যখন সেই ত্রিশের ঘরে আউট চাহালের বলেই, দক্ষিণ আফ্রিকার ২০০ নিয়েই টানাটানি। তবে ক্রিস মরিস ও কাগিসো রাবাদা মিলে হাল ধরেছেন। দুজন নবম উইকেটে যোগ করেছেন ৬৬ রান, মরিস ফিরেছেন ৩৪ বলে ৪২ রান করে। আর রাবাদা ৩৫ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত।

    দক্ষিণ আফ্রিকার শুরুটা হতে পারত স্বপ্নের মতো। রাবাদা নিজের প্রথম ওভারেই পেতে পারতেন দুই ওপেনার উকেট, মরিসও ছিলেন দারুণ। শেষ পর্যন্ত ধাওয়ানকে ফিরিয়েছেন রাবাদা, ১৩ রানে প্রথম উইকেট হারিয়েছে ভারত। বিরাট কোহলি তাঁর স্বভাববিপরীত ৩৪ বলে ১৮ রানের একটা ধুঁকতে থাকা ইনিংস খেলে আউট হয়ে গেছেন ফেহলেকায়োর বলে ডি ককের দারুণ এক ক্যাচের শিকার হয়ে।

    এরপরেই রোহিত শর্মা আর কেএল রাহুলের ৮৫ রানের জুটিটা লিখে দিয়েছে ম্যাচের ভাগ্য। রোহিতের শুরুটা স্লথ হলেও রান রেটটা কখনোই খুব একটা বাড়তে দেননি। ১৩৯ রানে তৃতীয় উইকেট হারিয়েছে ভারত, এরপর বাকি গল্প শুধুই রোহিত আর ধোনির। ১২৮ বলে সেঞ্চুরি পেয়েছেন রোহিত, সেঞ্চুরিসংখ্যায় আজই ছাড়িয়ে গেছেন সৌরভ গাঙ্গুলীকে (২২)। ধোনি ৩৪ রান করে আউট হয়ে গেলেও পান্ডিয়াকে নিয়ে রোহিত মাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন।

    দক্ষিণ আফ্রিকা একাদশ- কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ ডু প্লেসি, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, অ্যান্ডাইল ফেহলুকওয়ায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, ইমরান তাহির, তাবরাইজ শামসি