'আম্পায়ারিং নিয়ে হতাশ ওয়েস্ট ইন্ডিজ'
মিচেল স্টার্কের বলে দুইবার আম্পায়ার আউট দিলেন ক্রিস গেইলকে, দুইবারই রিভিউ নিয়ে বেঁচে গেলেন তিনি। তৃতীয়বার আর রক্ষা হলো না গেইলের, সেই স্টার্কের বলেই এলবিডব্লিউ হয়ে ফিরতে হলো গেইলকে। কিন্তু ঠিক আগের বলটাই নো-বল করেছিলেন স্টার্ক, সেই হিসেবে গেইলের আউটের বলটা হওয়ার কথা ছিল ফ্রি হিট! অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পুরোটা সময়জুড়েই আম্পায়ারদের এমন বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বেজায় অখুশি ক্যারিবিয়ানরা। অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েট বলছেন, এই ম্যাচের আম্পায়ারিং নিয়ে খুব বেশি হতাশ তিনি।
২৮৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত ১৫ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের শুরু থেকেই বেশ কয়েকবার আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়েছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। দুইবার রিভিউ নিয়ে রক্ষা পান গেইল। পঞ্চম ওভারের চতুর্থ বলটা স্টার্ক করেছিলেন বিশাল নো-বল, সেটি এড়িয়ে গেছেন আম্পায়ার ক্রিস গ্যাফেনি। ঠিক তার পরের বলেই এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় গেইলকে, সেবারও রিভিউ নিয়েছিলেন তিনি, তবে আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে।
আম্পায়ারের এমন বড় ভুলে যারপরনাই হতাশ ব্রাথওয়েট, ‘আমি জানি না এমন কথার জন্য আমাকে জরিমানা গুনতে হবে কিনা। কিন্তু ম্যাচের আম্পায়ারিং খুব বেশি হতাশাজনক ছিল। একই ওভারে তিনটা ভুল সিদ্ধান্ত মানা কষ্টকর। ড্রেসিংরুমেও এর প্রভাব পড়েছিল। ২৮৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই এভাবে গেইলকে হারানো দুঃখজনক। তবে আম্পায়াররা তাদের সেরাটা দিয়েই কাজটা করার চেষ্টা করেন, আমরাও সেটাই করি। তাই তাদের সাথে আমাদের কোন দ্বন্দ্ব নেই।’
এদিকে ৩৬ তম ওভারে জেসন হোল্ডারকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন অ্যাডাম জাম্পা। তবে সেবারও রিভিউ নিয়ে বেঁচে যান হোল্ডার। জাম্পা অনেক সময় ধরে আবেদন করার পরই আঙ্গুল তুলেছিলেন আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগ। এতবার আপিলের পর আউট দেওয়ায় ধারাভাষ্যকার মাইকেল হোল্ডিং বেজায় চটেছিলেন ‘এই ম্যাচে আম্পায়ারিং খুবই প্রশ্নবিদ্ধ। যখন আমি খেলতাম তখনও আম্পায়াররা এত শক্ত ছিলেন না, তাও আমরা একবারের বেশি আপিলের সুযোগ পেতাম না। এখানে তো তিন-বারবার আপিলের পর আউট দেওয়া হচ্ছে! আমার তো মনে হচ্ছে দুই আম্পায়ারই দুর্বল।'