• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ

    বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ    

    ব্রিস্টলে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ। প্রায় সাড়ে পাঁচ ঘন্টা অপেক্ষা করেও শুরু হতে পারেনি খেলা। কাট-অফ টাইমের আগে মাঠ উপযুক্ত হতে পারেনি, যদিও বৃষ্টি থেমেছিল শেষ পর্যন্ত। এ বিশ্বকাপে এটি প্রথমবার পরিত্যক্ত হওয়া ম্যাচ। এতে করে শ্রীলঙ্কা ও পাকিস্তান, দুই দলেরই পয়েন্ট হলো ৩ করে। দুই দলের অবস্থান এখন যথাক্রমে তিন ও চারে। 

    এমনিতে এ ম্যাচ ঘিরে ছিল একটু আলাদা রোমাঞ্চ। সে রোমাঞ্চটা বিশ্বকাপে দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণেই। প্রথম ম্যাচে বাজেভাবে হারার পর নিজেদের দ্বিতীয় ম্যাচটা জিতেছে দুই দল। অবশ্য সেটা বিশ্বকাপের ‘ফেভারিট’-এর মানদন্ডে বিপরীতমুখী দুই দলের বিপক্ষে। 

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৫ রানে অল-আউট হয়ে যাওয়ার পর ইংল্যান্ডকে চমকে দিয়েছিল পাকিস্তান, ৩৪৯ রানের লক্ষ্য দিয়ে। ইংল্যান্ডকে গড়তে হতো রানতাড়ায় বিশ্বকাপ রেকর্ড, সেটা থেকে শেষ পর্যন ১৪ রান দূরেই থেমেছে তারা। 

     

     

    আর শ্রীলঙ্কা প্রথম ম্যাচে উড়ে গিয়েছিল নিউজিল্যান্ডের কাছে, ১৩৬ রানে গুটিয়ে গিয়ে ১০ উইকেটে হেরে। পরের ম্যাচে আফগানিস্তানের সঙ্গে তারা জিতেছে লো-স্কোরিং রোমাঞ্চে। ব্যাটিংয়ে গড়বড় করে ফেললেও পেসাররা স্নায়ু ধরে রেখে জিতিয়েছিলেন শ্রীলঙ্কাকে।