• কোপা আমেরিকা
  • " />

     

    মেসির জোড়া গোলে কোপার প্রস্তুতি সারল আর্জেন্টিনা

    মেসির জোড়া গোলে কোপার প্রস্তুতি সারল আর্জেন্টিনা    

    কোপা আমেরিকা শুরুর আগে এটাই ছিল তাদের শেষ ম্যাচ। ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে প্রস্তুতি ভালোভাবেই সারলেন লিওনেল মেসিরা। তাঁর ও লউতারো মার্টিনেজের জোড়া গোলে নিকারাগুয়ার বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছে আর্জেন্টিনা।

    গত মার্চে প্রায় নয় মাসের স্বেচ্ছা-নির্বাসন থেকে জাতীয় দলে ফিরে ভেনেজুয়েলার বিপক্ষে হারের স্বাদ পেয়েছিলেন মেসি। নিকারাগুয়ার বিপক্ষে সেটার পুনরাবৃত্তি হতে দেননি তিনি। ৩৭ মিনিটে একাই কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়ান। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন মেসি। সার্জিও আগুয়েরোর শট ঠেকিয়ে দিয়েছিলেন নিকারাগুয়া কিপার জাস্তো লরেন্তে। সেই বল ফিরে আসে মেসির পায়ে, অনায়াসেই নিজের দ্বিতীয় গোল করেন তিনি। আর্জেন্টিনার হয়ে মেসির গোলসংখ্যা এখন ৬৭।

    দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ৬৩ মিনিটে ব্যবধান আরও বাড়ান মার্টিনেজ, নিকোলাস অটামেন্ডির বাড়ানো বলে বল জালে জড়ান তিনি। ১০ মিনিট পর মার্টিনেজ পান নিজের দ্বিতীয় গোল, এই গোল আসে ফুনেসের পাসে। শেষ বাঁশি বাজার নয় মিনিট আগে আর্জেন্টিনার পঞ্চম গোল আসে রবার্তো পেরেয়রার পা থেকে।

     

     

    ক্লিন শিট নিয়েই ম্যাচটা শেষ করতে পারতেন আর্জেন্টিনা কিপার ফ্র্যাঙ্কো আরমানি। তবে ৯১ মিনিটে বক্সের ভেতর অটামেন্ডির হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় নিকারাগুয়া। পেনাল্টি থেকে গোল করে নিকারাগুয়াকে সান্ত্বনাসূচক গোল উপহার দেন হুয়ান ব্যরেরা।

    ১৫ জুন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসিদের কোপা মিশন।